নিজস্ব প্রতিনিধি : কলকাতা : ১৭ আগস্ট, ২০২৫। ডুরান্ড কাপের সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। রবিবার ডার্বিতে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল। ইস্টবেঙ্গল ২-১ গোলে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল। প্রথম পর্বে খেলা মোটের উপর মন্দ হয়নি। তবে এককভাবে কোনও দল প্রাধান্য বিস্তার করতে পারেনি। উভয়ে বিপক্ষের পেনাল্টি এরিয়াতে পৌঁছেও গোলের রাস্তা খুলতে পারছিল না। অবশেষে ৩৭ মিনিটে আশিস রাই নিজেদের গোলবক্সে ইস্টবেঙ্গলের বিপিন সিংকে অবৈধভাবে ফাউল করলে মোহনবাগানের বিপক্ষে রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি থেকে দিয়ামান্তাকোস গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। বিরতিতে ম্যাচের ফলাফল ইস্টবেঙ্গলের পক্ষে ১-০ থাকে।
খেলার দ্বিতীয়ার্ধের লাল হলুদ ব্রিগেড আরও বেশি আক্রমণত্মক হয়ে ওঠে। দিয়ামান্তাকোস আবার গোল করে ইস্টবেঙ্গলের জয়ের পথকে সহজ করে দেন। তবে মোহনবাগান সুপার জায়ান্টসের অনিরুদ্ধ থাপা গোল করে ব্যবধান কমান। ইস্টবেঙ্গল জয় পাওয়ার মতো খেলেছে।
