সফল নারীদের হাতে তুলে দেওয়া হল আদি শক্তি সম্মাননা…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২ আগস্ট, ২০২৫। ইনস্টিটিউট অফ ওরিয়েন্টাল স্টাডিজ এন্ড রিসার্চ সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক সম্মেলন ও সমাবর্তন অনুষ্ঠান হয় বরানগর রবীন্দ্র ভবনে। *আদি শক্তি সম্মাননা* প্রদান করা হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ও উজ্জ্বল নারীদের। এ বারের এই সম্মান প্রাপিকা ছিলেন, অভিনেত্রী ও বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আইনজীবী ও বরানগর পৌরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, বাচিকশিল্পী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড.পৃথা ঘোষ সেন, নৃত্যশিল্পী ও অধ্যাপিকা ড. দেবারতি সেন ও সঙ্গীতশিল্পী ও অধ্যাপিকা ড. অনুপমা ঘোষাল। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মন্ত্রী ডাঃ শশী পাঁজা এই সম্মেলন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠান।এই আয়োজনের মূল আহ্বায়ক ও আয়োজক ছিলেন বিশিষ্ট জ্যোতিষ শ্যামল্ ভট্টাচার্য। তিনি আগামীদিনে প্রাচ্যবিদ্যা প্রচার ও চর্চায়‌ নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আকাশবাণী কলকাতার সঞ্জয় ব্যানার্জী। আগামীকাল রবিবার পর্যন্ত এই সম্মেলন চলবে। উপস্থিত প্রত্যেক অংশগ্রহণকারীকে মানপত্র দেওয়া হবে। উৎসবে ভারতের বিভিন্ন প্রদেশের প্রতিনিধি ছাড়াও নেপাল, ভুটান ও মিয়ানমারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ।

ছবি সুবল সাহা

More From Author

কলকাতা প্রেস ক্লাবে “বার্তা” আর্থিক অন্তর্ভুক্তি এবং পশ্চিমবঙ্গ…।

Realme 15 Series Debuts at Bhajanlal — A New Benchmark in Power and Precision….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *