শ্রীজগন্নাথ সেবা সমিতির ১৫ তম উৎসব সম্পন্ন হলো…।

Spread the love

*শ্রী জগন্নাথ সংস্কৃতি বিশ্ব মানুষের সংস্কৃতি*

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ জানুয়ারি, ২০২৫। শ্রী জগন্নাথ সেবা সমিতির ১৫তম বার্ষিক ভাগবত পারায়ণ উৎসব রবিবার কলকাতার জিঞ্জিরা বাজারে শান্তি সংঘের সামনে শ্রী জগন্নাথ ফাউন্ডেশনের উদ্যোগে সম্পন্ন হলো। গত ১৬ তারিখ বৃহস্পতিবার উৎসবের উদ্বোধন করে স্থানীয় বিধায়িকা রত্না চ্যাটার্জি বলেন, জগন্নাথ সংস্কৃতি মানবতার সংস্কৃতি এই সংস্কৃতিতে কোনো বৈষম্য নেই। তিনি বলেন, ওড়িয়াদের সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনা অনন্য। তিনি ওড়িয়া মানুষসের সাথে আছেন এবং থাকবেন। পণ্ডিত অশোক শেঠপাঠি, পণ্ডিত সতসী কুমার দীক্ষিত এবং পণ্ডিত কৈলাস চন্দ্র ৪ দিন ধরে ওড়িয়া পুরী থেকে আসা ভাগবত পাধির নেতৃত্বে পাণ্ডা পূজায় অংশ নেন।
শ্রোতা ছিলেন বিমল দাস ও উত্তম দাস, কর্তা ছিলেন নির্মল দাস। পণ্ডিত ভাগবত পাধি প্রতিদিন জগন্নাথপ্রেমীদের ভাগবতের গোপন কথা বলতেন। তিনি বলেন, ভাগবত শ্রবণ করলেই মোক্ষ লাভ হয়। কমিটির সভাপতি উমেশ চন্দ্র দাস, ম্যানেজিং ট্রাস্টি প্রফুল্ল কুমার দাস, সম্পাদক দীপক কুমার বেহেরা, সাংস্কৃতিক সম্পাদক বিঘ্নেশ দাস, চক্রধর পাণ্ডব, দিলীপ কুমার দাস, শ্যাম সুন্দর প্রধান, রবীন্দ্র কুমার দাস, অলোক ধল, ধরণীধর দাস, অশোক কুমার দাস, বামন সামল, শত্রুঘ্ন দাস, শান্তনু দাস, অর্জুন সোয়াইন, নিগম বরাজ, প্রদীপ পোথাল, রবীন্দ্র কুমার বেহেরা, বৈলোচন মহাকুদ, ব্রহ্মানন্দ পাত্র, পূর্ণা পড়িহারি, শ্রীকান্ত শর্মা, রঞ্জন পালাই, প্রশান্ত সাহু, রূপেশ মালিক, উত্তম দাস, সদাশিব দাস, ব্রহ্মানন্দ বেহেরা, সরোজ পান্ডা, শ্রীনিবাস নায়ক, বিমল দাস, সুনীল দাস, দিলীপ পাণ্ডব, অশোক দাস, বসন্ত দাস, ড. গোপীনাথ ধল, সোমনাথ সোয়াইন, জয়ন্ত পারিদা, রিতেশ মালিক, প্রকাশ সামল, উদয়ভানু জেনা, কিশোর দাস পুরো অনুষ্ঠানের সমন্বয় করেন। এদিন দুই হাজারের বেশি জগন্নাথ প্রেমি প্রসাদ গ্রহণ করেন। উৎসবের দিনে পুরো এলাকা জগন্নাথ ময় এ রূপান্তরিত হয়।

More From Author

ক্যান্সার ও থ্যালাসেমিয়া থেকে মুক্তির কথা শোনালেন শতাধিক মানুষ…।

Acropolis Mall & Carrom (29) Association of Bengal Host Invitational Carrom Tournament….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *