শান্তিনিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।

Spread the love

গোপাল দেবনাথ : শান্তিনিকেতন, ২১ মে, ২০২৫। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে বৈশাখী – জ্যৈষ্ঠ দুইদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১৫ ও ১৬ মে  আয়োজিত হল বোলপুর টাউন ক্লাব, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্তিনিকেতন এবং বোলপুর যুব আবাসে। আয়োজনে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া, আম্বেদকর কালচারাল কলেজ এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। ব্যবস্থাপনায় বাঙালী বিশ্বকোষ এবং ডাঃ হাসিবুর রহমান চৌধুরী। প্রথমদিন সান্ধ্যকালীন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমাজের বিশিষ্টজনের হাতে উত্তরীয় মানপত্র সহ বিশ্বকবি শান্তি সন্মান, কাজী নজরুল সাহিত্য সন্মান, সমাজরত্ন সন্মান, সাহিত্যিকরত্ন সন্মান এবং কবিরত্ন পুরস্কার তুলে দিলেন অনুষ্ঠানের সভাপতি দিলীপ বিশ্বাস, সম্পাদিকা সোনালী কাজী, দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন কবিতীর্থ চুরুলিয়া’র সভাপতি ডঃ অপূর্ব বিশ্বাস, অধ্যক্ষা ডঃ দীপা দাস, আম্বেদকর কালচারাল কলেজের সভাপতি ডঃ মানবেন্দ্র ভৌমিক এবং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সংস্কৃতি সন্মেলনের সম্পাদক ডাঃ হাসিবুর রহমান চৌধুরী। এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আচার্য পদ্মশ্রী রতন কাহার। রাজ্যের ১২ টি জেলা থেকে প্রায় দুই শতাধিক শিল্পী সাহিত্যিক কবি সমাজসেবী সহ নানান পেশার লোকজন উপস্থিত হয়ে ছিলেন। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী হিসেবে কাজী নজরুল সাহিত্য সন্মান পদকে ভূষিত হয়েছেন ডাঃ হাসিবুর রহমান চৌধুরী। দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ মে সকালে বোলপুর যুব আবাসে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং বোলপুরের এলাকাবাসী সহ সমাজের বিশিষ্টজন বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিক্রমা করে। ক্যাম্পাসের মধ্যে নানান জায়গা সহ শান্তিনিকেতন ক্লাব এবং গেটের মুখে একটি অসাধারণ অনুষ্ঠান পরিবেশন করেন আয়োজকরা। যা সাধারণ মানুষের নজরকেড়েছে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের সম্পাদিকা সোনালী কাজী এবং সভাপতি দিলীপ বিশ্বাস।

More From Author

Teetering on the thin ice of life and death Manipal Hospital, Dhakuria, rescues a 39-year-old woman from a rare dual medical crisis with paradoxical treatment options….

MG SELECT debuts M9 and Cyberster in Kolkata for an Exclusive Preview….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *