লন্ডনে ৭৭ বছর বয়সে চলে গেলেন ক্রিকেটার দিলীপ দোশী…।

Spread the love

শিখা দেব : কলকাতা, ২৪ জুন, ২০২৫। দিলীপ দোশী আর অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানকে আউট করবার জন্যে বল হাতে.দৌড়ে আসবেন না। দিলীপ দোশী নিজেই ছুটি নিয়ে নিলেন জীবন থেকে। ভারতের এই প্রাক্তন স্পিনার লন্ডনে ৭৭ বছর বয়সে প্রয়াত হলেন। আর এখন ভারতীয় ক্রিকেট দল খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ। দিলীপ দোশী বাংলা ও  সৌরাষ্ট্রর হয়ে রনজি ট্রফি খেলেন। কলকাতা ক্রিকেট লিগে স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের হয়ে খেলেন। ৩০ বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।
ভারতের হয়ে মোট ৩০টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ১১৪টি। ১৫টি একদিনের ম্যাচে ২২টি উইকেট পান। প্রথম শ্রেণী ক্রিকেট খেলেছেন ২৩৮টি।
রাজকোটে জন্ম হলেও কিন্তু বাংলায় থাকতে থাকতে আমাদের ঘরের মানুষ হয়ে গিয়েছিলেন। তাঁর প্রয়াণে ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

More From Author

SEDEX 4 PILLAR: THE COMPLIANCE PASSPORT POWERING INDIA’S CONTRACT MANUFACTURING BOOM….

Dabur Pudin Hara launches ‘Wonder Herb’ Campaign: Celebrates the Power of Mint….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *