নিজস্ব প্রতিনিধি ; কলকাতা, ১৪ মে, ২০২৫।ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই কলকাতার ধর্মতলায় রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বেলুচিস্তানের দাবীতে ও ভারতীয় সেনা জওয়ানদের সম্মান জানিয়ে পথসভার ডাক দিল ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা । রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আগামী ১৫ই মে, বৃহস্পতিবার সকাল ঠিক ১১ টার সময় ধর্মতলার মেট্রো স্টেশনের সামনেই হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা এই পথসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে । এই বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমাদের পার্টির সংবিধান যখন তৈরি হয়েছে তখন বেলুচিস্তান অখন্ড ভারতের অংশ ছিল তাই সেখানকার নিরীহ মানুষের উপর সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর পাকিস্তানের নৃশংস অত্যাচার কোন ভাবেই আমরা মেনে নিতে পারবনা । মুখে মুসলিম ঐক্যের কথা বললেও সন্ত্রাসবাদী নরপিশাচ পাকিস্তান দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানের যে নিরীহ শান্তিপ্রিয় মানুষদের খুন করছে, তাদের নারীদের সম্ভ্রম নষ্ট করছে, ঘটনাচক্রে সেই বেলুচিস্তানীরাও মুসলমান ধর্মাবলম্বী । আমরা হিন্দু মহাসভার মঞ্চ থেকেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেনা আধিকারিক এবং ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রসংঘের আধিকারিকদের কাছে দাবী জানাচ্ছি বেলুচিস্তানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে হবে । ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উপস্থিতিতে হিন্দুমহাসভার কালচারাল কনভেনর বিশিষ্ট সঙ্গীতশিল্পী পন্ডিত সুভাষ সিংহরায়ের পরিচালনায় মহাসভার সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা বেলুচিস্তানের জাতীয় পতাকা বুকে নিয়ে বুধবার বেলুচিস্তানের জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন । আগামী বৃহস্পতিবার হিন্দুমহাসভার সাংস্কৃতিক সমন্বয় মঞ্চের কনভেনর বিশিষ্ট চিত্রশিল্পী ডক্টর সুরথ চক্রবর্তীর আহ্বানে বেশ কয়েকজন চিত্রশিল্পী স্বাধীন বেলুচিস্তানের জাতীয় পতাকার ছবি আঁকবেন বলে জানা গেছে । হিন্দুমহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডলের বক্তব্য আমরা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে আগামী দিনে বেলুচিস্তানের স্বাধীনতার দাবীতে ভারতের রাষ্ট্রপতিভবন, প্রধানমন্ত্রী দপ্তর এবং রাষ্ট্রসংঘের হেডঅফিসে যাওয়ার কথা ভেবেছি । আগামী বৃহস্পতিবার হিন্দুমহাসভার পক্ষ থেকে সুদূর বেলুচিস্তানের স্বাধীনতার দাবীতে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক স্ট্রীট কর্ণারের সাক্ষী থাকতে চলেছে শহর কলকাতা ।

রাষ্ট্রসংঘের কাছে স্বাধীন বেলুচিস্তানের দাবীতে কলকাতায় হিন্দুমহাসভার পথসভা….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

আলিপুরদুয়ারে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস-এর ৪৭তম শোরুম উদ্বোধন হল….।
