পারিজাত মোল্লা : কলকাতা, ২১ অক্টোবর ২০২৪। বিধান শিশু উদ্যানের পরিচালনায় রাজ্য জুড়ে চলছে ‘প্রয়াস মক টেস্ট’।মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে এই প্রাক পরীক্ষার আয়োজন করে আসছে বিধান শিশু উদ্যান কর্তৃপক্ষ। সংস্থার সম্পাদক গৌতম তালুকদার জানিয়েছেন -” এবার রাজ্য জুড়ে ১০৬ কেন্দ্রে ৫ হাজারের বেশি মাধ্যমিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেছে”। জানা গেছে ইংরেজি, বাংলা, ভুগোল, ইতিহাস বিষয়ে ইতিমধ্যেই প্রাক পরীক্ষা হয়েছে। বাকি ৩ বিষয়ে পরীক্ষা বাকি রয়েছে। গত ১৮ অক্টোবর প্রয়াস মক টেস্ট শুরু হয়েছে, চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত । কলকাতার হাডকো মোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানের এই প্রয়াস মক টেস্ট পরীক্ষায় রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে থাকে। প্রতিবছর এই পরীক্ষায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ এবং প্রথম ১০ এ স্থান পাওয়া আয়োজকদের উৎসাহ বাড়িয়ে দেয়।

Posted in
Uncategorized
রাজ্য জুড়ে বিএসইউয়ের ‘প্রয়াস মক টেস্ট’…।
You May Also Like
More From Author

বেলেঘাটা চড়কডাঙ্গায় ২০০ বছরের প্রাচীন দুর্গাপুজো….।
