অমর মিত্র : বিশিষ্ট সাহিত্যিক, ১১ এপ্রিল, ২০২৫। প্রয়াত হয়েছেন আব্দুর রেজ্জাক মোল্লা। ব্যক্তি আব্দুর রেজ্জাক মোল্লার কথাই স্মরণ করি। দীর্ঘ জীবনে একটি মানুষকে দেখেছি সরল সাদাসিধে, গ্রামের কাদা মাটির গন্ধ তাঁর গায়ে। ২০০৬ এর ২২শে ডিসেম্বর সাহিত্য অকাদেমি পুরস্কার ঘোষিত হয়। ধ্রুবপুত্র উপন্যাস নির্বাচিত হয় বাংলা ভাষায়। পরদিন ই টিভি আমার ইন্টারভিউ নিতে বাড়িতে আসে। দরজা বন্ধ করে তারা ক্যামেরা ঘোরাচ্ছিল ঘরের ভিতর। এই সময় ল্যান্ড লাইনে একটি ফোন আসে। আমার কন্যা চকোরী ধরে। ওপার থেকে একজন বলেন, তিনি আব্দুর রেজ্জাক মোল্লা, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী। তাঁকে তাঁর দপ্তরের ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যানড সার্ভে জানিয়েছেন তাঁর ূদপ্তরের অফিসার সাহিত্য অকাদেমি পেয়েছেন। এ যে খুব আনন্দের খবর। তাঁর দপ্তরের একজন এই পুরস্কার পেয়েছেন, লেখেন, তিনি তাঁকে চেনেন না। তাঁর সঙ্গে কথা বলা যাবে? চকোরী তখন ই টিভির কথা বলে। তিনি তখন বলেন ডিস্টার্ব করতে হবে না। আমি কোথায় থাকি জিজ্ঞেস করে তিনি বললেন, একবার তিনি কি মহাকরণে আসতে পারবেন। তিনি আমাকে দেখতে চান। আশ্চর্য এক মাটির মানুষ মন্ত্রী। কদিন বাদে আমি গেলাম। তাঁর পি এ আমাকে নিয়ে গিয়ে পরিচয় দিতেই তিনি উঠে দাঁড়ালেন। আসুন আসুন আসুন। এই হলেন তিনি। এরপর অনেক সভায় আমন্ত্রণ জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সভায় বলতে বলেছেন। আমার গল্প তাঁর খুব পছন্দ হয়েছিল। বিশেষত মুসলমান জীবন নিয়ে। আমার তিরিশটির মতো কি তার বেশি গল্পের প্রোটাগনিস্ট গরিব মুসলমান চাষী। ধ্রুবপুত্র তিনি বুঝতে পারেননি। অকপট ছিলেন কথায়। এমন মন্ত্রী আমি তেমন দেখিনি। অন্তত সে যুগে। দেখেছি অহঙ্কারী, গম্ভীর। আজ তিনি চলে গেলেন। সশ্রদ্ধ নমস্কার জানাই।

Posted in
Uncategorized
রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা চির তরে চলে গেলেন…।।
You May Also Like
More From Author

Manipal Hospitals Launches First-Aid Centre at Tolly Club….
