যুবভারতীতে বেটন কাপে চ্যাম্পিয়ন সেনা দল….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ১৬ নভেম্বর , ২০২৫। ১২৬তম বেটন কাপে চ্যাম্পিয়ন হল সেনা একাদশ(লাল) দল। রবিবার বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে ভারতীয় বায়ু সেনা দলকে হারাল ২-০ গোলে সেনা দল। ফাইনাল ম্যাচ দেখতে এদিন স্টেডিয়ামে প্রচুর দর্শক এসে ছিলেন। বলতে পারা যায় হকি মাঠে এত দর্শক বহুদিন পর দেখা গেল কলকাতায় বেটন কাপ হকিতে। খেলা শুরুর সময় থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে বেশ জমে ওঠে খেলা। প্রথম এবং দ্বিতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারের খেলার ৩৭মিনিটে সিমরানদীপ সিংয়ের ফিল্ড গোলে সেনা একাদশ (লাল) দল এগিয়ে যায়। তৃতীয় কোয়ার্টারের শেষ লগ্নে ধরিয়াল সিং যাদবের গোলে সেনা একাদশ ২-০ গোলে এগিয়ে যায়। এরপরই প্রবল আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেনা দল। তারা খেলার উপর নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করে। বিক্ষিপ্তভাবে আক্রমণে উঠে এলেও বায়ু সেনা আর গোলের ব্যবধান কমাতে পারেনি। সারা ম্যাচে দশটি পেনাল্টি কর্নার পেয়েও তার সদ্ব্যবহার করতে পারেনি বায়ু সেনারা। ম্যাচ শুরুর আগে দু’দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, হকি বেঙ্গলের সভাপতি তথা দমকল মন্ত্রী সুজিত বসু।

More From Author

NITK’s 23rd Convocation highlights record achievements, IPOs by alumni, first-of-its-kind four-stage ceremony….

Lupin Announces Closure of Inspection by U.S. FDA at its Nagpur Unit-1 Facility with No Observations….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *