সায়ন দেবনাথ : মানিকপুর, ২০ জুন ২০২৪। মেদিনীপুর জেলার মানিকপুরে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে গত ১৯ জুন বুধবার দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্য সামগ্রী প্রদান করা হলো। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি শ্রী দিলীপ মান্না। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ, অধ্যাপক প্রবীর কুমার চক্রবর্তী, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ডঃ বিবেকানন্দ চক্রবর্তী, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক শ্রী সুব্রত মহাপাত্র, সমাজসেবী গোপাল সাহা ও অরুণ প্রতিহার। উপস্থিত অতিথিগণ ছাত্রীদের উৎসাহ প্রদান করেন ও আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করেন। এই দিন অনুষ্ঠানের শেষ লগ্নে সোসাইটির সহ-সভাপতি রাজশ্রী মন্ডল(রুমা দি)র জন্মদিন সাড়ম্বরে উদ্যাপিত হয়।

মানিকপুরে দুঃস্থ অথচ মেধাবী ছাত্রীদের পাঠ্যপুস্তক ও পাঠ্য সামগ্রী প্রদান….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

Volvo CE brings in a new ‘Built for Bharat’ EC210 Hydraulic Excavator for Eastern Region….
