মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিমান ভেঙ্গে পড়ল। ২৪২ জন যাত্রী, ১২ জন কেবিন ক্রু সহ ফ্লাইট উড়েছিল কত না স্বপ্ন আশা সাজিয়ে নিয়ে…।

Spread the love

সুদীপা চৌধুরী: মেদিনীপুর, ১২ জুন, ২০২৫।  জানি না সে উড়েছিল কোন যাত্রার উদ্দেশ্যে!! আমেদাবাদ থেকে লন্ডনে উড়ে যেতে তৈরি Air India Boeing 787 Dreamliner , মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভেঙ্গে পড়ল।
২৪২ জন যাত্রী, ১২ জন কেবিন ক্রু সহ ফ্লাইট উড়েছিল কত না স্বপ্ন আশা সাজিয়ে নিয়ে। কত পরিকল্পনা, জরুরী কাজের তাগিদে ,প্রিয়জনদের দেখা কিংবা চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছিলেন নিশ্চয়ই। অথচ মূহুর্তের মধ্যে সব শেষ হয়ে গেল।
এই তো জীবন। যারা চলে গেল বিমান দুর্ঘটনায় তারা কি জানত আজ তাদের শেষ দিন, ঐ বিমান তাদের স্বপ্ন সফল করতে নয়, তাদেরকে মুক্তির পথে নিয়ে যাচ্ছে, তবে এ কেমন মুক্তি কি জানি! ঈশ্বরের কি বিধান। আগুনের হলকা ছড়িয়ে পড়েছে জনবসতিতে। মুহূর্তের মধ্যেই ভস্মীভূত হয়েছে বহু আবাসন, মানুষ জন। কি জানি একটা জীবনে আর কতো মৃত্যু! নিয়তির কাছে মানুষ বড্ড অসহায়! ভয়ংকর এই দুর্ঘটনায় শুধু দুঃখ প্রকাশ কিংবা সহানুভূতি দেখিয়ে কিছুই করা যায় না। মৃত্যু মানে মৃত্যুই !!
যদিও একটা বিমান ওঠার আগে সব রকম সুরক্ষার পরীক্ষা-নিরীক্ষা হয় কিন্তু ৬৫০ ফুট ওড়ার মূহুর্তেই ,এতো অল্প সময়ের মধ্যে ভেঙ্গে পড়া শুধুই কি দুর্ঘটনা না পরিকল্পিত তা অবশ্য এই মুহূর্তে কারও জানা নেই। যে সিভিল হাসপাতালের উপর বিমান ভেঙে পড়ল সেখানেও বহু ডাক্তারের প্রাণহানি হয়েছে।
টিভির খবরে দেখে বাকরুদ্ধ হয়ে ভাবছি, মৃত্যুর কাছে জীবনের মূল্য কিছুই না, খারাপ লাগছে দুঃখ প্রকাশ করছি এসব বলছি না এগুলো বলে কোনো লাভ নেই, এগুলো জাস্ট কথার কথা। আমাদের খারাপ লাগলেই বা আমার দুঃখ হলেই তো তারা আর ফিরে আসবে না কেউ।

 

More From Author

আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (AI 171) যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল…।

ভক্তিভরে ভূতনাথ মন্দিরে পুজো দিলেন আলোকচিত্রী অনুপম….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *