গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ আগস্ট, ২০২৪। খেলাধুলার জগতে এই শহরে যে কয়েকটি ক্লাব আছে তাদের মধ্যে অন্যতম ভিক্টরিয়া ক্লাব। এই ক্লাবটি’র বয়স ইতিমধ্যে ১২৫ বছর পূর্ণ করেছে। ময়দানে এই ভিক্টরিয়া ক্লাব কলকাতা প্রেসক্লাবের খুবই কাছে অবস্থিত। শনিবার এই ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ক্রিকেট ফুটবল ছাড়াও অন্যান্য খেলার প্রতি নজর দেওয়া হবে বলে জানা গেছে। এই ক্লাবের ১২৫ বছর কে স্মরণীয় করে রাখতে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। এদিন ক্রীড়া সাংবাদিক সদ্য অলিম্পিক ফেরত জাফর আলী খান কে সম্মানিত করলো ক্লাব কতৃপক্ষ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আই এফ এর সভাপতি শ্রী অজিত ব্যানার্জী, ভিক্টরিয়া ক্লাবের সম্পাদক শ্রী মঈন বিন মাকসুদ, শ্রী হান্নান খান, শ্রী শামীম আহমেদ সহ বিশিষ্টজন।
ভিক্টরিয়া ক্লাবের ১২৫ বছর…..।
You May Also Like
More From Author
ইনড্রাইভ কলকাতায় ‘ডেলিভারি চ্যাম্পিয়ন ২০২৪’ -এর বিজয়ীদের পুরস্কৃত করলো….।


