শিখা দেব : কলকাতা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪। জয়ের মুখ দেখতে পারলো না ইস্টবেঙ্গল। সুপার কাপ ফুটবলে সেরা হওয়ার পরে লাল হলুদ সমর্থকরা আশা করেছিলেন তাদের প্রিয় ক্লাব দারুন খেলবে আই এস এল ফুটবলে। কিন্তু ভাবনা সার্থক রূপ পেলো না। মঙ্গলবার ঘরের মাঠে মুম্বই এফ সি-র কাছে হারতে হলো ইস্টবেঙ্গলকে। ইকের গোলে মুম্বই দল জিতে গেলো। গত ম্যাচে গুয়াহাটিতে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হারের পরে ঘুরে দাঁড়াতে পারলো না ইস্টবেঙ্গল। লিগ টেবিলে ক্রমেই পিছিয়ে পড়তে হচ্ছে লাল হলুদ শিবির। চিন্তায় পড়ে গেলেন কোচ কুয়াদ্রাত সহ ক্লাবের কর্মকর্তারা।
ভাবতে কষ্ট হলেও আবার হার ইস্টবেঙ্গলের…।
You May Also Like
More From Author
দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে ৫ম বার্ষিক দুদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা….।


