বিশ্বের পয়লা নম্বর দৌড়বিদ বেডনারেক টাটা কলকাতা ম্যারাথনে…।

Spread the love

শিখা দেব : কলকাতা, ২২ নভেম্বর, ২০২৫। বাংলার শীতকালীন সংস্কৃতিতে টাটা ২৫ কে কলকাতা ম্যারাথন একটা আলাদা ঐতিহ্য। শীতের ভোরে কলকাতা শহর পা মেলাবেন টাটা কলকাতা ম্যারাথনে। তাই আগামী ২১ ডিসেম্বর মেতে উঠবে টাটা ২৫ কে কলকাতা ম্যারাথনে। এই ম্যারাথনে বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জয়ী কেনি বেডনারেক কলকাতা টাটা ম্যারাথনে অংশ নেবেন। মাত্র ২৭ বছর বয়সী কেনি বেডনারেক যিনি কুং ফু কেনি নামে পরিচিত। বর্তমানে ট্রাক এন্ড ফিল্ডের অন্যতম সেরা নাম বলতে বেডনারেক। টোকিও ২০২০ ও প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসে ২০০ মিটার দৌড়ে রুপো জিতেছিলেন । সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো পান। টাটা স্টিল ২৫ কে কলকাতা ম্যারাথনকে উজ্জ্বল করবেন কেনি বেডনারেক।

More From Author

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘অবিচারের বাংলাদেশ….!

এবার অনলাইনে পাওয়া যাবে গৌড়ীয় বৈষ্ণব অভিধান….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *