বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল…।

Spread the love

প্রিয়রঞ্জন কাঁড়ার : কলকাতা, ২ নভেম্বর , ২০২৫। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২রা নভেম্বর, ২০২৫ তারিখটা একটা চিরকালীন জায়গা পেয়ে গেল। দুপুরে টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় পুরুষ দলের জয়েই কাংলুদের আর্তনাদ ভেসে আসছিল। রাতে ভারতীয় মহিলাদের বিশ্বকাপ জয়ের পর লুঙ্গি বাহিনী এখন নিশ্চয়ই পরম আপনজন বিয়োগের সমান ব্যথা অনুভব করছে। ভারত গোটা তিরিশেক রান কম করেছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকানরা নারী-পুরুষ নির্বিশেষেই জাতিগতভাবে ঐতিহ্যশালী চোকার্স। আরেকটা জিনিসও খুব ভালো লাগছে। ঝুলন গোস্বামী বা মিতালি রাজের মতো লিভিং লেজেন্ড তো দূরের কথা, এই ভারতীয় মহিলা দলে হরমনপ্রীত কউর আর স্মৃতি মান্ধানা ছাড়া সেই অর্থে কোনও তারকাই নেই! এটা স্রেফ দলগত জয়। সেটাও গ্রুপ পর্যায়ে প্রায় খাদের মুখ থেকে ফিরে এসে।

More From Author

কলকাতায় ইলেকট্রিক গাড়ির ব্যবহার শুরু — শহরের ডেলিভারি বাড়াতে ৫,০০০ ইভি ড্রাইভ চালু করল বিলাইভ ইজেডওয়াই…।

Optimal Oral Health for Cancer Prevention….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *