দীপ্তাশিস দাশগুপ্ত : কলকাতা, ১৫ নভেম্বর, ২০২৫।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় রিপাবলিক অফ আয়ারল্যান্ড পরাজিত করলো পর্তুগালকে ২-০গোলে। শুক্রবার ডাবলিনে এই খেলায় সতেরো মিনিটের মাথায় ট্রয় প্যারোট গোল করে এগিয়ে দেন আয়ারল্যান্ডকে। এরপর পঁয়তাল্লিশ মিনিটের মাথায় তিনিই আবার গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে আর গোল হয় নি।
এই খেলায় সবচেয়ে আলোড়ন ফেলা বিষয় হোল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর লাল কার্ড দেখা। ম্যাচের বয়স যখন ৬১ মিনিট
তখন আয়ারল্যান্ডের ওশিয়াকে অবৈধ্যভাবে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন রোনাল্ডো। ফলে ম্যাচের বাকি সময়টা দশজনে খেলতে হয় পর্তুগালকে। একে দলের প্রধান খেলোয়াড়ের বের হয়ে যাওয়া, তার উপর দশজনে খেলা এগারোজনের বিরুদ্ধে, পর্তুগালের জন্য স্বভাবতই ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত হার স্বীকার করতে বাধ্য হয় পর্তুগাল। বিশ্বকাপে খেলায় অনিশ্চয়তার মুখে পড়তে হল পর্তুগালকে।


