বিশেষভাবে সক্ষমদের সমাজের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩০ জুন, ২০২৫। বিশেষভাবে সক্ষম ছেলে-মেয়েরাও নানা অসাধারণ প্রতিভার অধিকারী। কিন্তু তারা সঠিক জায়গা পায় না নিজেদের প্রতিভাকে তুলে ধরার জন্য। তাই এই সুযোগ করে দিতে এগিয়ে এসেছে কলকাতার নীহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস এবং ইভেন্ট ম্যানিয়াক ফাউন্ডেশন নামক দুটি সংস্থা। তাদের উদ্যোগে নৃত্য, সংস্কৃতি এবং সমাজসেবার এক অপূর্ব মেলবন্ধন দেখা গেল বেহালা শরৎ সদনে আয়োজিত নবচেতনা নৃত্যোৎসব ২০২৫-এ।
উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের সন্নাসী স্বামী বেদাতীতানন্দ মহারাজ।
জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরাত্রিকার সঙ্গীত এবং সমাজের বিশেষভাবে সক্ষম মানুষদের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানে এক নতুন মাত্রা যোগ করেছে। নোবেল মিশন, মানোবিকাশ কেন্দ্র এবং বেহালা নবপ্রয়াস এই তিনটি সমাজসেবামূলক সংস্থার বিশেষভাবে সক্ষম সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চ আলোকিত করেন।
এছাড়াও, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস-এর শিক্ষার্থীরা এবং গ্লোবাল ডান্স একাডেমির শিল্পীরা।
নিহারিকা সেন্টারের নির্দেশক ড. অর্কদেব ভট্টাচার্য এবং ইভেন্ট ম্যানিয়াক-এর সভাপতি ও নিহারিকার উৎসব নির্দেশক শোভন চক্রবর্তী বলেন, নবচেতনা কেবল একটি উৎসব নয়, এটি এক সামাজিক চেতনার প্রকাশ যেখানে শিল্প সমাজসেবার মাধ্যম হয়ে উঠতে পারে। এই ভাবনা থেকেই এই নৃত্যানুষ্ঠানের আয়োজন।
এই অনুষ্ঠান থেকে বেহালা নবপ্রয়াস এবং একটি দু বছরের বাচ্চার ক্যান্সার চিকিৎসা র জন্য অর্থ সাহায্য করা হয়।

More From Author

প্রথম ম্যাচে হার মোহনবাগানের….।

বেলেঘাটা সুভাষ সরোবরের স্বেচ্ছাসেবী সংস্থা আমরা ব্যতিক্রমী’র উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *