বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি তবু আমার দু’চোখে নেই ঘুম….. !

Spread the love

ঘুম আসেনি তখনো
—————————————-
অশোক ব্যানার্জী
—————————————
রাত তখন তিনটে কুড়ি
চার দিক নিস্তব্ধ, নিঝুম !
বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি
তবু আমার দু’চোখে নেই ঘুম !
শরীরটা আমার ভাল নেই
অনেক দিন ধরে
রোগ ভোগে জর্জরিত বহুদিন,
দুটো ঘুমের ওষুধ খেয়ে শুয়ে
ছিলাম আজ
তবুও ঘুম যেন আজ বহু যোজন দূরে !
জানলা দিয়ে আকাশের দিকে
তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার
এতটুকু আলোর আভাস নেই কোথাও
নেই কোনো পথ কুকুরের চিৎকার !
বোধ হয় সবাই ঘুমোচ্ছে অঘোরে
ঘুম নেই শুধু আমার দু’চোখে আজ
নেই একটিও রাত জাগা পাখির চিৎকার,
অন্ধকারের নিকষ কালো সাজ !
সময় কাটাবার জন্য মোবাইল নিয়ে
আমার সামান্য প্রয়াস কবিতার ঢঙে,
বিনিদ্র রজনী কাটছে আমার আজ
ঘুমোবার চেষ্টায় যুদ্ধ করছি আমি এখনো
নিজের সঙ্গে ।
যদি ঘুম আসে আমার ঊষা কালে
অন্ধকার থেকে আলোয় ফেরার সময়,
আমি ঘুমিয়ে পড়ব যখন
ঊষার আলো ছুটবে ‌জগৎময় ।

ছবি- প্রতীকি।

অশোক ব্যানার্জী।

More From Author

Football and Man Utd legend Louis Saha launches fourth edition of United We Play programme at New Town Kolkata….

১১তম বর্ষে বেলেঘাটা বকুলতলা একতা সঙ্ঘের জগদ্ধাত্রী পুজো….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *