“বর্ষায় ভেসে গেল কেয়া পাতার নৌকা”(প্রফুল্ল রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি)…।

Spread the love

ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় :

বর্ষার শ্রাবণে চোখ ভেজায়,
কেয়া পাতার নৌকাখানি ভেসে যায়।
হারায় সে নৌকা, হারায় সে কলম,
চিরঘুমে আজ নিভে গেল আলোয় ভরা নাম।

দেশভাগের বুকে ছিল তাঁর ঘর,
পূর্ব থেকে পশ্চিমে জীবন ছিল ভর।
উদ্বাস্তু যন্ত্রণা, হৃদয়ের জ্বালা,
কলমে ফুটে ওঠে নিপীড়নের মালা।

আদিবাসী পল্লী, শিকড়হীন দ্বীপ,
তাঁর চোখে ফুটে ওঠে জীবনের হৃৎ-দীপ।
নয় শুধু গল্প, নয় কল্প-ছায়া,
বাস্তবের বুকেই ছিল তাঁর মায়া।

“কেয়া পাতার নৌকা”, “শতধারার স্রোত”,
“উত্তল সময়” বলে জীবনের জট।
জি বাংলার ধারায় দেখেছি ছবি,
প্রতিটি চরিত্রে ছিল নিঃশব্দ রবি।

পুরনো পত্রিকা খুঁজে ফিরেছি,
গ্রন্থাগারের কোণে স্বপ্ন গড়েছি।
সংবাদে, বর্তমানে পেয়েছি ছোঁয়া,
তাঁর লেখার ভাষায় ছিল জনজীবনের কাঁদো হাওয়া।

আজ তিনি নেই, তবু আছেন সবার,
তাঁর লেখা বেঁচে থাক মানবতার দ্বারে দ্বারে।
শ্রদ্ধায় মাথা নত করি বারবার,
সাহিত্যের রাজপথে তিনি অমর অবার।

 

More From Author

Shyam Sundar Co Jewellers Presents- SHUBHO RATHA-YATRA SPECIAL ANNIVERSARY OFFER….

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘তেহরানে ত্রাহিরব!’ ….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *