সায়ন দেবনাথ : কলকাতা, ১২ জুন ২০২৫। ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ দমদমের ছাত্র ও সদস্যদের ৪৯ তম আলোকচিত্র প্রদর্শনী শুরু হলো গগনেন্দ্র শিল্প প্রদর্শনীশালা কলকাতায়। উদ্বোধন করেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার ব্যানার্জি ,অধ্যাপিকা রঞ্জনা রায় , ডঃ অভয় নাথ গাঙ্গুলী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। প্রায় ১১১ টি আলোকচিত্র প্রদর্শিত হয়। সংস্থার যুগ্ম সম্পাদক অধ্যাপক বিশ্বতোষ সেনগুপ্ত জানান প্রতিবছরের মত এ বছরও এই প্রদর্শনী হচ্ছে এবং সারা বছর ধরে আলোকচিত্র শিল্পকে সারা বিশ্বের দরবারে বর্তমান টেকনোলজির মাধ্যমে আরও উন্নত করার প্রয়াস রয়েছে আমাদের। প্রদর্শনীটি চলবে আগামী ১৪ জুন দুপুর তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত।
ছবি সুবল সাহা