পারিজাত মোল্লা : কলকাতা, ৮ ডিসেম্বর, ২০২৪। রবিবার কলকাতার উল্টোডাঙ্গা সংলগ্ন এক হোটেলে একটি বাংলা ছবির শুভ মহরৎ অনুষ্ঠিত হলো। অভিরুপ ঘোষ পরিচালিত ‘মৃগয়া’ দি হান্ট ছবির মহরৎ এ উপস্থিত ছিলেন এই ছবির সাথে যুক্ত সিংহভাগ কলাকুশলীরা।
দেবাশীষ দত্তের গল্পের উপর ভিত্তিতে এই ছবি তৈরি হচ্ছে। গান গেয়েছেন রুপম ইসলামের মত গায়কেরা।গান লিখেছেন দেবাশীষ দত্ত এবং মুরলীধর শর্মা। এই ছবির গল্পকার দেবাশীষ দত্ত কলকাতা পুলিশের একজন দুঁদে পুলিশ অফিসার। বর্তমানে তিনি মানিকতলা থানার ওসি পদে রয়েছেন।
এছাড়া এই সিনেমার আরেক গীতিকার হলেন মুরলীধর শর্মা বর্তমানে আইজিপি (ট্রেনিং) হিসাবে রয়েছেন রাজ্য পুলিশে। টান টান উত্তেজনায় রয়েছে ক্রাইম থ্রিলার এই ছবি। এই ছবিতে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি, ঋত্বিক চক্রবর্তী, সৌরভ দাস, প্রিয়াংকা সরকার, সুস্মিতা চ্যাটার্জি প্রমুখ।
পুলিশ কর্তার গল্পে ও গানে ‘মৃগয়া’ ছবির শুভ মহরৎ অনুষ্ঠিত হলো….।
You May Also Like
More From Author
Himalayan Orange Tourism Festival 2024: Celebrating Rural Community-Based Tourism And Sustainable Livelihoods In The Himalayan Region….


