সমীর দাস : কলকাতা, ২ মে, ২০২৫। বাংলার চলচ্চিত্র জগতের নতুন চমক এবছর অদ্রিজা প্রোডাকশনস এর প্রযোজনায় ও চিত্রনাট্য ও সংলাপ ঋতব্রত কুমার অধিকারী এবং প্রবীণ পরিচালক স্বপন সাহা ও নতুন প্রজন্মের চিত্রপরিচালক তন্ময় মন্ডলের যৌথ নির্দেশনায় রোমান্টিক ও অ্যাকশনে ভরপুর বাংলা ছবি “আগুন দ্য ফায়ার”।
টালিগঞ্জে স্টুডিও পাড়ায় আগুন দ্য ফায়ার আজ শুক্রবার শুভ মহরত হয়।
বাংলা চলচ্চিত্র জগতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও সিনেমার মুখ্য চরিত্র সুমন পন্ডা, অনামিকা সাহা, খরাজ মুখার্জী, দেবাশীষ গাঙ্গুলী, পার্থসারথি চক্রবর্তী,সমীর দাস, নিপা হাওলাদার আরো অনেককে এই সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা যাবে। চিত্র পরিচালক তন্ময় মন্ডল জানান , খুব তাড়াতাড়ি এই সিনেমার শ্যুটিং শুরু হবে। পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খন্ড, উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানান, এই বছরে দুর্গা পুজোর আগেই এই সিনেমা মুক্তি পাবে।
