পুজোর আগে মুক্তি পেতে চলেছে আগুন  দ্য ফায়ার…।

Spread the love

সমীর দাস :  কলকাতা, ২ মে, ২০২৫। বাংলার চলচ্চিত্র জগতের নতুন চমক এবছর অদ্রিজা প্রোডাকশনস এর প্রযোজনায় ও চিত্রনাট্য ও সংলাপ ঋতব্রত কুমার অধিকারী এবং প্রবীণ পরিচালক স্বপন সাহা ও নতুন প্রজন্মের চিত্রপরিচালক তন্ময় মন্ডলের যৌথ নির্দেশনায় রোমান্টিক ও অ্যাকশনে ভরপুর বাংলা ছবি “আগুন দ্য ফায়ার”।
টালিগঞ্জে স্টুডিও পাড়ায় আগুন দ্য ফায়ার আজ শুক্রবার শুভ মহরত হয়।
বাংলা চলচ্চিত্র জগতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও সিনেমার মুখ্য চরিত্র সুমন পন্ডা, অনামিকা সাহা, খরাজ মুখার্জী, দেবাশীষ গাঙ্গুলী, পার্থসারথি চক্রবর্তী,সমীর দাস, নিপা হাওলাদার আরো অনেককে এই সিনেমায় বিভিন্ন চরিত্রে দেখা যাবে। চিত্র পরিচালক তন্ময় মন্ডল জানান , খুব তাড়াতাড়ি এই সিনেমার শ্যুটিং শুরু হবে। পশ্চিমবঙ্গ, সিকিম, ঝাড়খন্ড, উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানান, এই বছরে দুর্গা পুজোর আগেই এই সিনেমা মুক্তি পাবে।

More From Author

Yeh Rishta Kya Kehlata Hai Wins Big at Mirchi OG Awards 2024….

Ageas Federal Life Insurance Rolls Out ProGrow Plan, Enabling Customers to Build Wealth with Flexible and Reliable Life Protection….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *