-: স্মৃতি :-
প্রদীপ কুমার ভট্টাচার্য্য : কলকাতা।
মানুষটি হারিয়ে গেল বিবেক হারিয়ে গেল
সৌর্ন্দয্য হারিয়ে গেল, মনুষত্ব
হারিয়ে গেল
আদর্শ চেতনা তাও হারিয়ে গেল
অর্থ তো হারিয়ে যায় নি
সে তো সোনার খাঁচায় বন্দী
বেঁচে থাকা মানুষগুলো অর্থ ও অনর্থ মাঝে যে মানে খোঁজে
তাদের ঠিকানা খুঁজে পায়।
আমার খুব জানতে ইচ্ছে করে হারিয়ে যাওয়া ঠিকানা
কী রত্ন ভাণ্ডার!
নীলাঞ্জনা তোমার চোখের ভাষা বুঝিনি
অন্য কোনো দেশে যাব
তোমার হারিয়ে যাবার ঠিকানা
সত্য সুন্দর।