নির্বাচনে এবার তৃণমূলের বিরুদ্ধে এনসিপি….।

Spread the love

সৃঞ্চিণী পোদ্দার, নিউটাউন, ৬ আগষ্ট, ২০২৫। আসন্ন বিধানসভা নির্বাচন। আর ভোটের মুখে এবার তৃণমূলের বিরুদ্ধে লড়বে ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি। এদিন কলকাতার এক অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো এনসিপি । শিল্প উধাও চাকরি হারাচ্ছেন যুবসমাজ । বাংলা ছেড়ে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে। একাধিক বিষয় বাংলার শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্বচ্ছ বাংলা গড়ার লক্ষ্যে লড়াই করব আমরা বললেন দলের সভাপতি আকাশ ঘটক।

ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি রাজ্য জুড়ে হওয়া নারীদের উপর অত্যাচারের প্রতিবাদে আওয়াজ তুলবে । লড়বে জাতীয়তা সাংস্কৃতিক গৌরব নিয়ে। আগামীতে যাতে একটি শক্তিশালী আত্মনির্ভরশীল বাংলা গড়ে তোলা যায় তার লক্ষ্যে আগামীতে মাঠে নেমে কর্মসূচি গ্রহণ করবে এই দলের সদস্যরা। ইতিমধ্যেই এই দিনের এই অনুষ্ঠানের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে এন সি পি তাদের সদস্যপদ গ্রহণের কর্মসূচি শুরু করলেন। এই দিনের এই অনুষ্ঠানে সামিল হন প্রাক্তন এসএফআই নেতা তথা বিশিষ্ট শিল্পপতি বিপ্লব কুমার সিনহা, কলকাতা হাইকোর্টের আইনজীবী সুব্রত মুখার্জি, প্রাক্তন বিজেপি নেতা শুভঙ্কর মন্ডল, প্রাক্তন কংগ্রেস নেত্রী রিয়া মুখার্জি  সহ উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট রাজনীতিবিদরা।

গোটা রাজ্যজুড়ে আমরা পায়ে হেঁটে রাস্তায় ঘুরে ঘুরে শুনবো সাধারণ মানুষের সুবিধা অসুবিধা কথা । আগামীতে বাংলার শিক্ষিত যুব সমাজকে চাকরির সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না। ফেরাবো চাকরি। তালা খুলবো শিল্পের । দুর্নীতিমুক্ত বাংলা করার লক্ষ্যে আমাদের লড়াই। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন দলের প্রধান তথা সভাপতি আকাশ ঘটক। সাধারণ মানুষের স্বার্থে আমাদের এই দল লড়বে। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে এই সংগঠন। কেবলমাত্র বাংলা শাসক দলকে নয়। পদ্ম শিবিরকেও কটাক্ষ করতে পিছুপা হয়নি এম সি পি। ইডি সিবিআইয়ের আওতায় থাকা কোন মামলারই আজও সঠিক তদন্ত হয়নি। কেন্দ্র রাজ্যের সেটিং এ চলছে গোটা শাসন ব্যবস্থা। সাধারণ মানুষ পাচ্ছেন না সঠিক বিচার। এরকমই একাধিক বিষয়ের অভিযোগ তুলে হুংকার আকাশ ঘটকের।

More From Author

লন্ডন স্কুল অব বারবারিং কলকাতায় একটি প্রধান প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে ইউ একাডেমির সাথে অংশীদারিত্ব করেছে….।

রাজা পাটের সাফল্য তুলে ধরতে এবার ঢাকে বোল তুললেন পদ্মশ্রী গোকুল ঢাকি….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *