নিঃসঙ্গতার শতবর্ষ (গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাসটি পড়ে)….।

Spread the love

ডাঃ দীপালোক বন্দ্যোপাধ্যায় ৷

জঙ্গলের বুকে এক সাহসী দলে,
হোসে বুয়েন্দিয়া স্বপ্নে চলে,
নতুন বসতি, নাম তার মাকোন্দো,
জীবন গাঁথা যেন এক মহাকাব্য পণ্ড!

সাতটি প্রজন্ম—রক্তের ধারা,
আছে তাতে প্রেম, আছে বিভ্রান্ত ধারা,
ভালোবাসা সেখানে না-পাওয়া বেদনা,
কাম ও অজাচারে রচিত যত যন্ত্রণা।

নব-উপনিবেশ, পুরনো অভিশাপ,
বুয়েন্দিয়াদের জীবনে একাকীত্ব ছাপ,
সময়ের ঘূর্ণি, সময়ের ভুল,
মানব জীবনের গভীর মূল।

নারী-পুরুষে স্বপ্নের রঙ,
ভবিষ্যতের পথে উড়ছে ঢঙ,
কিন্তু থেকে যায় নিঃসঙ্গতা, ভয়—
হৃদয়ের গহীনে একা বয়ে যায়।

স্মৃতি-ভবিষ্যৎ একসূত্রে বাঁধা,
মনোবিদ হৃদয় খুঁজে পাই সাধা,
মানব মননের রহস্যঘেরা,
এই উপন্যাসে চেতনা ভরা।

“One Hundred Years…” কেবল নয় কাহিনি,
এ এক মানসিক, দার্শনিক চাহনি ,
কল্পনা-বাস্তব একজোট বয়ে,
মন ও মননে ঝড় তোলে গিয়ে।

মার্কেসের কলমে সত্যের ছোঁয়া,
লাতিনের ব্যথা, একাকী হাওয়া,
বিশ্বজোড়া পাঠক হারায়ো নিজে,
মাকোন্দোর পথে একাকীত্বের গিজে।

More From Author

Manipal Hospital, Saltlake performs 10-Hour high-risk Ovarian Cancer surgery with zero residual disease….

স্বনির্ভরতার লক্ষ্যে অনন্য উদ্যোগ- হস্তশিল্প প্রদর্শণী স্কটিশ চার্চ কলেজে….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *