অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।
ঘুম ভাঙ্গার পর ই একটা কথা মনে এলো।
যত বয়স বাড়বে, পেশি শিথিল হবে শক্তি
কমবে।
ততো অতীত তোমায় টেনে ধরার চেষ্টা করবে।
সেই এক ছূটে বাস ধরা, ভারি জিনিস অনায়াসে
এক ঝটকায় তুলে নেওয়া।
নারীদের চোখে আটকে থাকা থেকে দম্ভ করার মত সহবাসের সাফল্য।
সব কিছু থেকে থেকে মনের দরজায় আঘাত হানবে।
যত মনে পড়বে ততোধিক সেই সময়ে ফিরে যাওয়ার ইচ্ছে ভূতের মতো ঘাড়ে উঠে বসতে চাইবে।
কানের কাছে মুখ এনে ফিসফিস….!
“এখনো পারো, দেখিয়ে দাও সবাই কে”!
না…এটা একটা ফাঁদ, খবরদার পা দেবেন না।
নতুন প্রজন্ম কে ‘এক হাত নেওয়ার’ বাসনা আপনাকে ভয়াবহ পরিণতির দিকে টেনে….!
নিজেকে বোঝার বোধ, সে দিকে মাথা ঘামান।
নতুন কিছুর সাথে প্রতিযোগিতায় না নেমে তাকে মেনে নিন।
এক কালে শরীর মনের অবস্থা কী ছিল তা ভুলে এখন কেমন আছেন সে দিকে নজর দিন।
এক লাফে খাদ পার হওয়া, যুবতীর মুখে নিজের ক্ষমতার প্রশংসা, বোকা বোকা তর্ক, ঝগড়া, নিজেকে জাহির করা ও সঠিক প্রমাণ কে বন্ধু হারানোর থেকে বড় করে দেখা।
এক ঝটকায় সসম্মানে বিদায় জানান।
নিজের বর্তমান পরিস্থিতির ভালোর মধ্যে বাস করূন।
‘আমায় যে সব দিতে হবে, সেতো আমি জানি’!
রবি ঠাকুরের সেই গান!
কতটা বাস্তব কি সুন্দর করে বলা!