নারায়ানা হাসপাতাল বারাসাত এর উদ্যোগে বিনামূল্যে প্রিভেন্টিভ হেল্থ চেক আপ এবং নেবারহুড ক্রিকেট টুর্নামেন্ট সহ স্বাস্থ্যসেবার শ্রেষ্ঠত্বের ১০ বছর উদযাপন….।

Spread the love

 

নিজস্ব প্রতিনিধি : বারাসাত, ৩রা মার্চ, ২০২৪, নারায়াণা হাসপাতালের বারাসাত ইউনিটের ১০ বছর পুর্তি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যাগে বিনামূল্যে প্রিভেন্টিভ হেল্থ চেক আপ বিষয়ক অনুষ্ঠান এবং দুদিন ব্যাপি একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে স্বাস্থ্যসেবার পাশাপাশি মনোরঞ্জনমূলক খেলার মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। উত্তর ২৪ পরগণার অন্তর্গত বারাসাতের কেন্দ্রস্থলে অত্যন্ত গুনগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবার একটি আলোকবর্তিকা নাম নারায়াণা হাসপাতাল। রবিবার ৩রা মার্চ তাদের অসাধারণ স্বাস্থ্য পরিষেবার ১০তম বার্ষিকী উদযাপন করে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে।

২০১৪ সালে নারায়াণা হাসপাতালটি প্রথমদিন থেকেই অত্যাধুনিক পরিষেবা প্রদানের মধ্য দিয়ে তাদের এই শুভ যাত্রার সূচনা করেন৷ গত এক দশক ধরে বারাসাতের নারায়াণা হাসপাতালটি এই অঞ্চলের স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। ক্যাথ ল্যাব, কার্ডিয়াক সার্জারি এবং মিনিম্যালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) এবং TAVI-এর মতো উদ্ভাবনী চিকিৎসার মতো উন্নত সুবিধাগুলির প্রবর্তন করে। নারায়ানা হাসপাতাল চিকিৎসার অগ্রগতিতে এক নতুন মাত্রা প্রতিষ্ঠা করেছে। রোগীর সামগ্রিক যত্নের প্রতিশ্রুতি সহ নারায়াণা হাসপাতাল তাদের অসংখ্য সাফল্যের গল্প তৈরি করতে সক্ষম হয়েছে। এবং  রোগীদের দ্রুত সুস্থ করে তাদের স্বাভাবিক জীবনের ছন্দে ফিরিয়ে দিয়েছে।

জরুরী, ট্রমা এবং ক্রিটিক্যাল কেয়ারে হাসপাতালের বহু-বিভাগীয় পদ্ধতি অগণিত জীবন বাঁচাতে সহায়ক হয়েছে। আর সেই রোগী কেন্দ্রিক যত্নের এক দশক পূর্তি উপলক্ষে একটি বিশেষ আয়োজনে নারায়াণা হাসপাতাল, বারাসাত তাদের ওপিডিতে একটি “ফ্রি হেলথ চেকআপ প্রোগ্রাম” এর ব্যবস্থা করে। যেখানে ১৫০জন এর বেশি ব্যক্তি সিবিসি, আরএফটি, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্স-রে, ইসিজি, এইচবিএ১সি এবং পিএসএ সহ বিস্তৃত পরীক্ষাগুলির পরিষেবা নিয়েছিলেন। যার পাশাপাশি ছিল বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান। এদিনের উদযাপনে ক্রীড়া প্রতিযোগিতা এক অন্যমাত্রা যোগ করে। হাসপাতাল কর্তৃপক্ষ একটি দুদিন ব্যাপী “নেবারহুড প্রিমিয়ার লীগ” ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। আঞ্চলিক হাউজিং সোসাইটি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী বারোটি স্থানীয় দল মাঠে তাদের প্রতিভা প্রদর্শন করে। প্রথমদিন খেলার শুরুতে টুর্নামেন্টের উদ্বোধন করেন সম্মানিত ফাদার অফ লেডি অফ লর্ডেস চার্চ, আর সিএবি নির্বাচিত আম্পায়াররা সমগ্র ম্যাচটি পরিচালনা করেন। আজ ছিল তার অন্তিম দিন।টুর্নামেন্ট শেষে বিজয়ী দল হিসেবে গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বিজেতা দল হিসেবে মাগনোলিয়া সিটি আরডাব্লিউএ বারাসাতকে মেডেল ও পুরস্কারে সম্মানিত করা হয়।

বারাসাত নারায়াণা হাসপাতাল সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সাধারণ মানুষের সুস্বাস্থ্য এবং সুস্থতার স্তম্ভ হয়ে এগিয়ে চলেছে আলোকিত স্বাস্থ্যকর জীবনের পথে। এলাকার সাধারণ মানুষ তাদের মানব সেবার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

More From Author

Ceramic Total Knee Replacement: A Lifetime Solution for Arthritis….

Tata Tele Business Services to offer Unified Solution on Toll-Free for WhatsApp Business….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *