দানেশ শেখ লেন রাম নবমী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হল রাম নবমী উৎসব….।।

Spread the love

বিশেষ প্রতিনিধি : হাওড়া, ৬ এপ্রিল, ২০২৫। শ্রীরামকৃষ্ণের কথায় “তিনি কলি যুগের ভগবান, তাঁর নাম গানের আরাধনায় দেহ – মন শুদ্ধ হয়। ভগবান শ্রী রামের জন্মতিথি উপলক্ষে দেশ জুড়ে মহা ধুমধামের সাথে উদযাপিত হল পবিত্র রাম নবমী উৎসব, দানেশ শেখ লেন রাম নবমী পূজা কমিটির উদ্যোগে।

সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শুভদিন উপলক্ষে বিশেষ শোভাযাত্রা, মন্দিরের পূজা-অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হল।

দানেশ শেখ লেন রামনবমী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে বিশেষ পূজা, ভজন সভা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উৎসবের অন্যতম আকর্ষণ হল বিশাল শোভাযাত্রা, যেখানে রথে সুসজ্জিত ভগবান রাম, দেবী সীতা, লক্ষ্মণ এবং হনুমানের প্রতিমা শহরের প্রধান প্রধান পথ দিয়ে পরিক্রমা করে ভক্তরা ভজন এবং কীর্তন পরিবেশন করে।

সুষ্ঠু ও নির্বিঘ্ন উৎসব আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহনের ব্যবস্থাপনা ছিল। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও করা হয় । সকলকে ভগবান রামের ন্যায় নীতি প্রসঙ্গে বলেন উদ্যোক্তা কমিটির সভাপতি ও প্রাক্তন নৌসেনা অধিকারীক বরুণ কুমার বারিক দা। এদিনের রাম নবমীর শোভাযাত্রাব সূচনা করেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য ও রামনবমী কমিটির চেয়ারম্যান বিপ্লব মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রচলিত পূজা-পার্বণের পাশাপাশি সুখেন্দু গোস্বামীর উদ্যোগে সাংস্কৃতিক কার্যক্রম যথা রামলীলা নাট্যানুষ্ঠান, শাস্ত্রীয় নৃত্য ও লোকসংগীত এদিন পরিবেশত হয় ।

More From Author

Elite Elevators Launches Bespoke – India’s First Fully Customizable Home Elevator The latest offering delivers customized solutions with advanced technology, providing an integrated living experience tailored for customers with a unique lifestyle….

হাওড়ার বাউড়িয়ায় রামনবমী পুজোয় মাতলেন মুসলিম,খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *