সমীর দাস : লাটাগুড়ি, ২ জুলাই, ২০২৫। পশ্চিমবঙ্গ সরকার ট্যুরিজমকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা গ্রহণ করে । কারণ ট্যুরিজম ব্যবসার মধ্য দিয়ে সমাজের বিভিন্ন স্তরে সামাজিক আত্মিক উন্নতি সম্ভব। মঙ্গলবার ডুয়ার্সের লাটাগুড়ির কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসোর্টে ইলিশ ও বোরোলি উৎসব ২০২৫ এর শুভ সূচনা হলো। হিমের পরশ ট্যুরস স্পেশালিস্টের উদ্যোগে আয়োজিত এদিনের এই ইলিশ ও বোরোলি উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বাড়লা, ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা বর্মন ও কুমলাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা সহ একাধিক জনপ্রতিনিধি। হিমের পরশ ট্যুরস স্পেশালিস্টের কর্ণধার পিন্টু বক্সী বলেন যেহেতু বর্ষার এই সময়টাতে ডুয়ার্সে সেরকম পর্যটকদের দেখা মেলে না। তাই ডুয়ার্সে এইসময় পর্যটকদের আহ্বান জানাতেই এই ইলিশ ও বোরোলি উৎসবের আয়োজন। পাশাপাশি এদিনের এই ইলিশ ও বোরোলি উৎসবে স্থানীয় সংস্কৃতিকে পর্যটকদের কাছে তুলে ধরতে সন্ধ্যায় ভাওয়াইয়া, আদিবাসী সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়।

ডুয়ার্সে পর্যটক টানতে ইলিশ ও বোরোলি উৎসবের সূচনা….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

University of Southampton Delhi and L.E.K. Consulting Introduce Merit Scholarships for 2025 Applicants….
