ডায়মন্ডকে চূর্ণবিচূর্ণ করে নর্থ ইষ্ট ইউনাইটেডের ঘরে ডুরান্ড কাপ….।

Spread the love

শিখা দেব : কলকাতা, ২৩ আগস্ট, ২০২৫। প্রত্যাশার আকাশে কালো মেঘ নেমে এলো শনিবার যুব ভারতী স্টেডিয়ামে। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবকে সমর্থন জানানোর জন্যে গ্যালারিতে যাঁরা ছুটে এসেছিলেন তাঁদের মুখে একরাশ হতাশা বাসা বাঁধল। কেউই ভাবতেই পারেননি ডুরান্ড কাপ ফুটবল ফাইনালে ডায়মন্ড হারবার ১-৬ গোলে ছন্নছাড়া হয়ে যাবে নর্থ ইষ্ট ইউনাইটেড দলের কাছে। এই হারটা কিছুতেই মেনে নেওয়া যায় না। খেলার প্রথম পর্বে ২-০ গোলে এগিয়ে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড । কোচ কিবু ভিকুনা ব্রিগেড দাঁড়াতেই পারেনি নর্থ ইস্ট দলের আক্রমণের কাছে। ডায়মন্ড হারবারকে বিধ্বস্ত করে ডুরান্ড কাপ আবার নিয়ে গেল নর্থ ইষ্ট ইউনাইটেড । চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড দলের সফল খেলোয়াড়দের হাতে ডুরান্ড কাপ তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

More From Author

Space-based Quiz Competition in Kolkata to Celebrate Chandrayaan-3’s Success….

Honda Establishes New Subsidiary in India for Retail Financing Services….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *