জাতিসংঘ দিবস উপলক্ষে ডঃ সুরেশ আগরওয়ালের জন্য বিশেষ শান্তি পুরস্কার….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কলকাতা, ২৫ অক্টোবর, ২০২৫। প্রজ্ঞান ফাউন্ডেশনের মাননীয় চেয়ারপারসন আন্তর্জাতিকভাবে প্রশংসিত মেডিটেশন থেরাপিস্ট ডঃ সুরেশ আগরওয়ালকে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস কর্তৃক মর্যাদাপূর্ণ ‘PEACE AWARD’ প্রদান করা হয়েছে।
জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে এই অনন্য পুরস্কারটি প্রবর্তিত হয় এবং গত ২৪শে অক্টোবর প্রজ্ঞান ভবনে এক গৌরবময় অনুষ্ঠানে প্রদান করা হয়। মিডিয়া পার্টনার ছিল হ্যালো কলকাতা।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আধ্যাত্মিক প্রচারক যোগিনী যোগমায়া। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন প্রবীণ মার্চেন্ট নেভি অফিসার লায়ন্স ম্যাগনেটস্ অ্যাডমিন পরিমল মালাকার, শিক্ষাবিদ অধ্যাপক ডঃ তিন্নি দত্ত, লেখক শ্যামল বিশ্বাস, বিধান হালদার এবং দীপক দীক্ষিত, অ্যাডভোকেট বাসু দেও আগরওয়াল (রোটারি কসবার পরিচালক),  লায়ন সঙ্গীতা দাস, অ্যাডভোকেট মাসুদ এবং সিএফপি গৌতম কর্মকার (ICAA-এর প্রতিষ্ঠাতা)।
LIONS CLUB OF MAGNATES-এর চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক বলেন  ডঃ সুরেশ আগরওয়াল হলেন জাতিসংঘ দিবস শান্তি পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তি। তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে তার ৭-স্টেপস আনন্দ ধারা মেডিটেশন থেরাপির মাধ্যমে শান্তি ও সম্প্রীতি প্রচার করে চলেছেন।

More From Author

মিষ্টি-প্রেমিক বাঙালির দুই বাংলায় ভ্রমণ…..।

বারুইপুরে আত্মপ্রকাশ করলো Biryani & Beyond 24 (B&B 24) ….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *