বিশেষ প্রতিনিধি :ম্যাঙ্গালুরু, ১১ নভেম্বর, ২০২৪। দেশের সেরা বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এর মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। গত শুক্রবার নভেম্বর ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত পাবলিক রিলেশনস কাউন্সিল অফ ইন্ডিয়ার ১৮ তম গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভে ” চাণক্য অ্যাওয়ার্ড” এ ভূষিত হলেন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড এর জেনারেল ম্যানেজার (এইচ আর অ্যান্ড এ এবং কর্পোরেট কমিউনিকেশনস), শ্রী অসীম রায় চৌধুরী। জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশন এর ক্ষেত্রে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন এর জন্য গত ৮ নভেম্বর ২০২৪, ম্যাঙ্গালুরুতে শ্রী রায়চৌধুরীর হাতে কমিউনিকেটর অফ দ্য ইয়ার (গভর্নমেন্ট সেক্টর) এর পুরস্কার তুলে দেন ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট,পাওয়ার অ্যান্ড রিনিউএবল এনার্জি- শ্রীপাদ ইয়েসো নাইক।

জনসংযোগ ও কর্পোরেট কমিউনিকেশন এর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত হলেন অসীম রায় চৌধুরী….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

স্কটিশ চার্চ কলেজে বিশিষ্টজনের উপস্থিতিতে প্রভুপাদের নামে সেমিনার কক্ষ…।
