গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ জুন, ২০২৫। বৃহস্পতিবার সাহিত্য জগতের নক্ষত্র পতন হলো। চলে গেলেন বিশিষ্ট সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে বয়স হয়ে ছিল ৯০ বছর। রেখে গেলেন লক্ষ লক্ষ গুণমুগ্ধ ভক্ত ও পাঠক। ওনার সাথে আমার পরিচয় ১৯৮১ সাল থেকে। দে’জ পাবলিশিং এ প্রায় প্রতি বছর পয়লা বৈশাখের দিন কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে সদা হাসি খুশি প্রফুল্লদার দেখা পেতাম। আমার দায়িত্ব থাকতো সকল লেখক এবং অতিথিদের ছবি ক্যামেরায় বন্দী করে রাখা। প্রতি বছর যখন প্রফুল্ল দার নানান পোজে ছবি তুলতাম উনি হাসতে হাসতে বলতেন আমার এতো ছবি তুলছো কেন?

দে’জ এর কর্ণধার সুধাংশু দা ও তার পুত্র অপুর সাথে ছিল বিশেষ সখ্যতা। খবর পেয়েছিলাম উনি গত ২ মাস ধরে বার্ধক্য জনিত কারণে অসুস্থ আছেন। বড্ড ভালো মানুষ ছিলেন। একটা কথা আজও আমার মনে আছে আজকের মতো আজ থেকে ১৭ বছর আগে ১৯ জুন ২০০৮ সালে বর্তমান দৈনিকের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক বরুন সেনগুপ্তের প্রয়াণের পর আমি এবং তৎকালীন সময়ের বর্তমান পত্রিকার সাংবাদিক ও লেখক সুমন গুপ্ত প্রফুল্ল বাবুর বাড়ি গিয়েছিলাম প্রয়াত বরুনবাবুর উপর একটি লেখা আনার জন্য। তিনি তৎক্ষণাৎ লিখে দিয়েছিলেন। আজ বহু পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। ওনার আত্মার চির শান্তি প্রার্থনা করছি।