গ্লোবাল ইমপ্রেশন্স: তৃতীয় প্রিন্ট বেনিয়াল ইন্ডিয়া ২০২৬ ঘোষণা হলো কলকাতায়…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৮ মে, ২০২৫। কলকাতায় এইবার প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রিন্ট বেনিয়ালের আয়োজন করছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন ললিত কলা অ্যাকাডেমি জাতীয় শিল্প অ্যাকাডেমি উদ্যোগে। এই দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান আগামী বছরের জানুয়ারী মাস থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে।
প্রিন্ট বেনিয়ালের কমিশনার সি. এস. কৃষ্ণ শেট্টি এবং স্টিয়ারিং কমিটির সদস্যরা হনুমান কাম্বলি, বিজয় বগোদি, আর. এম. পালানিয়াপ্পান, দত্তাত্রেয় আপ্তে, আনন্দ ময় ব্যানার্জি, ললিত কলা একাডেমির সহ-সভাপতি ড. নন্দলাল ঠাকুর কলকাতায় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হন।
সি এস কৃষ্ণ শেট্টি বলেন, ২০১৮ সাল থেকে এই দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান শুরু হয়েছে। ২০১৮ সালে দিল্লি এবং ২০২১সালে মুম্বাইয়ে সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর এবছর কলকাতায় তৃতীয় দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান শুরু হচ্ছে। তবে এবার প্রথম কলকাতায় ললিত কলা অ্যাকাডেমির নতুন শাখার উদ্বোধন করে সেখানে প্রথমবার এই দ্বিবার্ষিক মুদ্রণ অনুষ্ঠান হবে। মূলত সমসাময়িক মুদ্রণ শিল্পীদের বিশ্বব্যাপী প্লাটফর্ম প্রদানের লক্ষ্যে দেশ ও বিদেশের পেশাদার শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। এখানে শিল্পীদের পাঁচটি বিশেষ আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি পুরস্কারের অর্থ মূল্য দু লক্ষ টাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ছয় হাজার মুদ্রণ শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন।
বেনিয়াল-তে প্রথাগত ও আধুনিক সব ধরনের প্রিন্ট টেকনিক স্বাগত জানানো হয়েছে, নির্ধারিত মাপের সীমার মধ্যে থাকতে হবে। আন্তর্জাতিক শিল্পীদের জন্য এন্ট্রি ফি $৫০, সার্ক/আসিয়ান দেশের জন্য ₹১৫০০ টাকা এবং ভারতীয় অংশগ্রহণকারীদের জন্য ₹১০০০টাকা নির্ধারিত হয়েছে। শিল্পকর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে অক্টোবর ২০২৫, ললিত কলা একাডেমি, নয়াদিল্লিতে।
নির্বাচিত শিল্পকর্মগুলি ২০২৬ সালের জানুয়ারি মাসে কলকাতার ললিত কলা একাডেমির নতুন ভবনে প্রদর্শিত হবে এবং সেগুলি ভারতের অন্যান্য শহরেও প্রদর্শিত হবে। প্রায় ছয় হাজার ছবি থেকে চূড়ান্ত বাছাই করে মোট তিনশো ছবি প্রদর্শিত হবে।

More From Author

Thalassaemia in Children: What Every Parent Needs to Know Recognising early signs…..

হিন্দুমহাসভার অভিনব “রাজপথে রবীন্দ্রজয়ন্তী ও রাখীবন্ধন” উৎসর্গ করা হলো ভারতীয় জওয়ানদের উদ্দ্যেশ্যে….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *