কারাতে তে কীর্তি গড়ল রিক দাস ও সাগর বিশ্বাস….।

Spread the love

বিশেষ প্রতিনিধি : নিউদিল্লী, ৩ জানুয়ারি, ২০২৫। ন্যাশনাল কারাতে ফেডারেশনের ও ফিজিক্যাল এডুকেশন অফ ইন্ডিয়ার যৌথ তত্বাবধানে গত ডিসেম্বর মাসের ১৭ ও ১৮ তারিখে দিল্লির তালকোটরা  স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কারাতের জাতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ। এই কারাতে প্রতিযোগিতায় অনেকে অংশগ্রহণ করে। ন্যাশনাল এই টুর্নামেন্টে ইন্ডিয়ান একাডেমি অফ সোতোকান কারাতে দিয়ে বহু ছাত্র ট্রেডিশনাল ও স্পোর্টস কারাতে অংশগ্রহণ করে। তার মধ্যে কলকাতা থেকে ২জন নির্বাচিত হয়ে সবাইকে গর্বিত করেছেন। রিক দাস ও সাগর বিশ্বাস দুজনেই তাদের কৃতিত্ব দেখিয়েছে এবং কাতা তে ব্রোঞ্জ পদক এবং কুমিতে তে সোনা জিতে আইএসএকে এবং কলকাতার মুখ উজ্জ্বল করেছে।
এদের প্রশিক্ষক সেনসেই প্রতাপ সরকার ও রবি দাস তাদের ছাত্রদের কৃতিত্বে উচ্ছ্বসিত।‌ এই সাফল্যের যাত্রা তে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করেছেন তারা হলেন (মনীষী চর্চা কেন্দ্র ও ডক্টর প্রদীপ হালদার এবং ফিনান্সিয়াল এডভাইসার রাজীব রায়)। এদের আর্থিক সহায়তা তাদের এই ভালো পারফরম্যান্স করতে সহযোগিতা করেছে।

More From Author

সন্তোষ ট্রফি জয়ী ফুটবলারদের চাকরি দেবেন মুখ্যমন্ত্রী…।

Official First Look Poster of “Mukhoshe Manushe Khela – Dark Mind Games”: A Corporate Thriller…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *