কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু ৬ জুন…।

Spread the love

উমাপতি দত্ত : কলকাতা, ৫ জুন, ২০২০। যাত্রীদের জন্য সুখবর অবশেষে সারা দেশের সাথে জম্মু-কাশ্মীরের শ্রীনগর রেলপথের যাত্রী পরিবহন শুরু হতে চলেছে আগামী শনিবার। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু হবে ৬জুন ২০২৫। ট্রেনের নম্বর ২৬৪০১ বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করবে কাটরা থেকে ঠিক সকাল ৮ টা ১০ মিনিটে। শ্রীনগর স্টেশন পৌছাবে সকাল ১১টা ৮ মিনিটে। যাত্রা পথে বানিহাল স্টেশন ২ মিনিটের  জন্য বিরতি নেবে। ফেরার পথে দুপুর ২ টোয় শ্রীনগর থেকে ট্রেন ছেড়ে বিকেল ৪ টে ৫৮ মিনিটে কাটরা স্টেশন পৌঁছবে। মঙ্গলবার ছাড়া প্রতিদিন এই রুটে বন্দে ভারত চলবে। অপর একটি বন্দে ভারত এক্সপ্রেস ২৬৪০৩ কাটরা স্টেশন ছাড়বে দুপুর ২টো ৫৫ মিনিটে। শ্রীনগর পৌছাবে বিকালে ৫ টা ৫৩ মিনিটে।

ফেরার পথে শ্রীনগর থেকে বন্দে ভারত ছাড়বে সকাল ৮টায় কাটরা পৌঁছাবে সকাল ১০টা ৫৮ মিনিটে। কেবলমাত্র বুধবার ছাড়া সপ্তাহে ৬দিন চলাচল করবে। এই রুটের মধ্যে পার হবে বিশ্বখ্যাত “চিনাব রেল ব্রিজ” চমকে দেওয়ার মত ইতিহাস সৃষ্টি করেছে দৈর্ঘ্য মাত্র ১৩১৫ মিটার এবং উচ্চতা ৩৫৯ মিটার।

আনুমানিক খরচ ৪৪০০০ কোটি। উদ্বোধন হবে ৬ জুন শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রীন বোর্ড স্পোর্টস কমপ্লেক্স কাটরা (স্টেডিয়াম)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদি। সময় বেলা ১১টা।

More From Author

HDFC Bank Parivartan Launches Awareness Campaign Against Plastic Ahead Of World Environment Day….

বিশ্ব পরিবেশ দিবসে ভেসজ গাছ বিতরন মন্মথপুর প্রনব মন্দিরে..।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *