নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৯ এপ্রিল, ২০২৫। কলেজস্ট্রিট বই পাড়ায় সম্প্রতি এক সপ্তাহব্যাপী বই উৎসব আয়োজিত হয়েছিল পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে। উদ্বোধন করেছিলেন প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। প্রতিদিন সন্ধ্যায় ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। গত ৪ এপ্রিল শুক্রবার বেলঘরিয়া থিয়েটার একাডেমি সাংস্কৃতিক মঞ্চে নিবেদন করলেন একটি ছোট্ট মজার নাটক “কোয়াক”। রচনা এবং নির্দেশনায় ছিলেন বিশিষ্ট লেখক ও চিকিৎসক অমিতাভ ভট্টাচার্য। অভিনয়ে অংশ নিলেন ধৃতিকণা ভট্টাচার্য, সন্দীপ রায়, দেবাশিস সেনগুপ্ত, প্রবীর বন্দ্যোপাধ্যায়, পায়েল রায় এবং তন্ময় সাহা। নাটক শেষে গিল্ড সম্পাদক সুধাংশু শেখর দে, কোষাধ্যক্ষ তাপস সাহা এবং সদস্য সুদীপ্ত দে অভিনেতা-অভিনেত্রীদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান। উপস্থিত পাঠক ও ক্রেতারা মজার নাটক কোয়াক উপভোগ করলেন।
