কলকাতা ফুটবল লিগের ডার্বিতে বাজিমাত করল ইস্টবেঙ্গল…।

Spread the love

**লিগ ডার্বিতে মশাল জ্বলল।**

শিখা দেব : কল্যানী, ২৬ জুলাই, ২০২৫। কলকাতা ফুটবল লিগের ডার্বিতে বাজিমাত করল ইস্টবেঙ্গল ৩-২ গোলে মোহনবাগান সুপার জায়ান্টসকে হারিয়ে। কল্যাণী স্টেডিয়াম শনিবার সাক্ষী হয়ে রইল একটি রুদ্ধশ্বাস ম্যাচের। এই প্রথম জেলার মাঠে ডার্বি ম্যাচ হল। খেলার প্রথম থেকেই লাল-হলুদ ব্রিগেড আক্রমণ শানাতে থাকে। জেসিন টি কে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। বিরতির আগেই সায়ন ব্যানার্জি গোল দিয়ে ইস্টবেঙ্গলের ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয় পর্বে কাস্তানহা আর কিয়ান নাসিরির গোলে মোহনবাগান সমতায় ফেরে। খেলার শেষ মূর্হুতে ডেভিড গোল করে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত করে দেন। বহুদিন পর জয়ের আনন্দে স্টেডিয়ামে মেতে ওঠেন লাল-হলুদ সমর্থকরা।

More From Author

শমিত ভঞ্জ অসম্ভব ভালো অভিনেতা, গায়ক আর সবার উপরে বিরাট মনের মানুষ…।

Narayana Hospital, Howrah, Performs Eastern India’s First Stemless Shoulder Replacement Surgery…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *