কলকাতার অরিত্র রায় সহ ১৪৬৬ শিক্ষার্থী নিয়ে অ্যালেন অনলাইন জিতে নিল JEE Advanced-এ সাফল্যের পালক…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ৬ জুন ২০২৫। JEE Advanced ২০২৫-এ নজরকাড়া সাফল্যের মাধ্যমে ডিজিটাল শিক্ষাক্ষেত্রে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো অ্যালেন অনলাইন। এখনও পর্যন্ত অ্যালেন অনলাইন-এর ১৪৬৭ জন ছাত্রছাত্রী দেশের শীর্ষ ২৫,০০০-র মধ্যে স্থান অর্জন করেছেন – এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই সাফল্যই গোটা দেশের ছাত্রছাত্রীদের কাছে মানসম্পন্ন শিক্ষা ও একাডেমিক উৎকর্ষ পৌঁছে দেওয়ার অ্যালেন-এর প্রতিশ্রুতিকে আরও একবার প্রমাণ করলো।
শীর্ষ স্থানাধিকারীদের তালিকায় এগিয়ে রয়েছেন কলকাতার অরিত্র রায়, যিনি অ্যালেন অনলাইন-এর ক্লাসরুম কোর্স থেকে প্রস্তুতি নিয়ে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ৫০ অর্জন করেছেন। অরিত্রর সাফল্যের গল্প অনুপ্রেরণামূলক। একজন দক্ষ তার্কিক, সুরেলা বাঁশিবাদক এবং বইপোকা হিসেবে পরিচিত অরিত্র একদিকে যেমন তাঁর একাডেমিক লক্ষ্যকে গুরুত্ব দিয়েছেন, তেমনি চর্চা করেছেন নিজের সৃজনশীল দিকগুলোও। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯৯.৪% নম্বর পেয়েছেন তিনি। অ্যালেন অনলাইন বেছে নেওয়ায় অরিত্র পরিবারের কাছে থেকেই দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পেরেছেন।
এই বিষয়ে অরিত্র বলেন, “অ্যালেন অনলাইন-এর ফ্লেক্সিবিলিটি আমাকে নিজের মতো করে পড়াশোনার সুযোগ দিয়েছিল, আর কোর্সের স্ট্রাকচারের নিয়মানুবর্তিতা আমাকে প্রতিনিয়ত মোটিভেট করে গেছে। কঠিন সময়েও মেন্টররা আমাকে পথ দেখিয়েছেন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকতে প্রতিনিয়ত উৎসাহিত করেছেন।”
অরিত্র ছাড়াও সফলদের তালিকায় রয়েছেন অর্ক ব্যানার্জি (AIR ৩৯৫) এবং চিরাগ সিং (AIR ৫১৬) এর মতো শিক্ষার্থীরাও, যা অ্যালেন অনলাইন-এর কার্যকরী শিক্ষা প্রনালীর প্রতিচ্ছবি। এই ছাত্রছাত্রীরা সেই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, যারা অনলাইন শিক্ষার ফ্লেক্সিবিলিটিকে একাডেমিক শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের সঙ্গে মেলাতে পেরেছে। লাইভ অনলাইন ক্লাস, নিয়মিত মক টেস্ট, পার্সোনাল মেন্টরশিপ, ডাউট-সলভিং সাপোর্ট এবং অ্যালেন অ্যাপ-এর অ্যাডভান্টেজ—সব মিলিয়ে ঘরে বসেই সাফল্যের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়েছে।
পশ্চিমবঙ্গ এবারের ফলাফলে বিশেষ উজ্জ্বলভাবে উঠে এসেছে। কলকাতার অরিত্র রায় এবং বর্ধমানের অর্ক ব্যানার্জি ছাড়াও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন—হাওড়ার আজিম আহমেদ (AIR ৮১৫), দুর্গাপুরের সোহম পণ্ডিত (AIR ১৩১১), পূর্ব মেদিনীপুরের শুভাঞ্জন পরায় (AIR ২২৬৬), বর্ধমানের কুশল খারকিয়া (AIR ৫৮১৪) এবং দার্জিলিংয়ের বেদিকা মিমানি (AIR ৬৩০৮)। এইসব কৃতিত্ব ডিজিটাল শিক্ষার প্রতি এই অঞ্চলে বাড়তে থাকা আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রমাণ।
নিতিন কুকরেজা, সিইও, অ্যালেন ক্যারিয়ার ইন্সটিটিউট, বললেন, “অ্যালেন ক্যারিয়ার ইন্সটিটিউট-এর ৩৬ বছরের সাফল্যের ইতিহাস রয়েছে, এবং অ্যালেন অনলাইন-এর মাধ্যমে সেই উৎকর্ষতার ঐতিহ্য বজায় রাখতে পেরে আমরা উচ্ছসিত। আমাদের পাঠ্যক্রমের কার্যকারিতা, অভিজ্ঞ JEE শিক্ষকদের গাইডেন্স এবং দেশের যেকোনো জায়গা থেকে শিক্ষা গ্রহণের সুযোগ সহ অ্যালেন অনলাইনের মাধ্যমে, ছাত্ররা এখন দেশের যেকোনো প্রান্ত থেকে সর্বোত্তম প্রস্তুতি নিতে পারবে। এই অসাধারণ ফলাফল স্পষ্টভাবে প্রমাণ করে যে এই সংমিশ্রণটি কতটা শক্তিশালী।”
২০২৫-এর ব্যাচ ২০২৪-এর সাফল্যের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যেখানে ইতিমধ্যেই সারা দেশের আইআইটিগুলিতে ১১২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

More From Author

বিশ্ব পরিবেশ দিবসে ভেসজ গাছ বিতরন মন্মথপুর প্রনব মন্দিরে..।

Himalaya BabyCare Unveils ‘Maa Ka Bharosa’ Campaign Celebrating the Trust of Millions of Moms…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *