কলকাতায় আয়োজিত হবে বেঙ্গল বিজনেস এক্সেলেন্স এওয়ার্ডস-২০২৫। পরিচালনায়- প্রেস্টিজ স্ফিয়ার পিআর….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ৩ জুন, ২০২৫। সারা বিশ্বজুড়ে ভালো কাজ কে স্বীকৃতি দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি স্তরে বিভিন্ন সংস্থা ও সংগঠন কৃতিদের হাতে স্বীকৃতি স্বরূপ মানপত্র এবং সুদৃশ্য ট্রফি তুলে দেন। এই সামাজিক স্বীকৃতি ভালো কাজ করার আগ্রহ বহুগুণ বাড়িয়ে তোলে। আমাদের দেশ তথা আমাদের রাজ্য এবং শহর কলকাতার বুকে বিভিন্ন প্রেক্ষাগৃহ এবং হোটেল সহ নানান ধরনের এওয়ার্ড সেরিমনি প্রতিনিয়ত আয়োজিত হয়ে থাকে। আগামী ১৩ জুলাই ২০২৫ নিউটাউনের ওয়েস্টিন হোটেলে আয়োজিত হতে চলছে বেঙ্গল বিজনেস এক্সেলেন্স এওয়ার্ডস ২০২৫। পরিচালনায় প্রেস্টিজ স্ফিয়ার পিআর। এই এওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এ ছাড়াও সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টজন উপস্থিত থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ১০০ জনের বেশি এমএসএমই উদ্যোক্তাদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে বেঙ্গল বিজিনেস এক্সেলেন্স এওয়ার্ড ২০২৫ তুলে দেওয়া হবে। এই মুহূর্তে নমিনেশন জমা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

More From Author

লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে সামাজিক কর্মসূচি…।

হাওড়া শরৎ সদনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল বে অফ বেঙ্গল…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *