সৃঞ্চিণী পোদ্দার : কালীঘাট, ৯ জুন, ২০২৫। বাংলা সহ নানা ভাষার বাছাই করা সেরা ছবি নিয়ে কলকাতায় সম্পন্ন হয় গেল বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এদিন দেবা এন্টারটেইনমেন্ট এন্ড দ্যা মুভিস্ জংশনের সহযোগিতায় কালীঘাটে একটি প্রেক্ষাগৃহে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সেরা পরিচালক, সেরা নির্দেশক, সেরা নায়ক নায়িকা ,সেরা সিনেমা, সেরা কোরিওগ্রাফি, সেরা প্রোডাকশন সহ একাধিক বিভাগে বিভক্ত করে এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। বাংলা হিন্দি ইংরেজি তামিল মারাঠি সহ বিভিন্ন ভাষায় একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি দীর্ঘ দৈর্ঘ্যের ছবি ফিচার ফিল্ম ডকুমেন্টারি ফিল্ম মিউজিক অ্যালবাম এরকম নানা ধরনের বাছাই করা সেরা সেরা ছবি মনোনীত করে এই দিনের এই অনুষ্ঠানে তাদেরও পুরস্কার দেওয়া হয় ।
জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনার পরে একে একে পুরস্কার প্রদান করা হয় এই দিনের এই বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের অনুষ্ঠানে। সহেলী ডান্স একাডেমির কলাকুশলীদের নাচের তালে মেতে ওঠে উপস্থিত দর্শকরা।
এই দিনের এই অনুষ্ঠানে চলচ্চিত্র জগতের স্বনামধন্য বহু নামিদামি পরিচালক নির্দেশক এমনকি তারকারাও উপস্থিত হন। এই দিনের এই অনুষ্ঠানের সম্মানিত করা হয় অভিনেত্রী সান্তনা বোস, পরিচালক আশীষ ভট্টাচার্য, পরিচালক প্রসেন করাৎ, সংগীত পরিচালক অমিত এবং সহেলী , অভিনেতা প্রসিদ্ধ ব্যানার্জি, পরিচালক অনুদীপ্ত দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের।