শিখা দেব : কলকাতা, ২৮ মে, ২০২৫। কন্যাশ্রী কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল দল। গতবারের চ্যাম্পিয়ন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে খেতাব তুলে নেয় লাল-হলুদ ব্রিগেড। ২৭ মে মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে ফাইনাল খেলায় নির্দিষ্ট সময়ে দুই দলই একটি করে গোল করে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে ইস্টবেঙ্গল জয় পায় শ্রীভূমির বিপক্ষে।
খেলার শুরু থেকেই টানটান উত্তেজনার মধ্যে দিয়ে দুই দলের খেলোয়াড়রা একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে থাকেন। নির্দিষ্ট সময়ে দুই দলই একটি করে গোল করে। ইস্টবেঙ্গলের হয়ে সুলঞ্জনা রাউল ও শ্রীভূমির রিমপা হালদার গোল করেন। ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে ইস্টবেঙ্গল চারটি গোল করে। আর শ্রীভূমি দুটি গোল করে। চলতি মরশুমে আইডব্লুএল চ্যাম্পিয়ন হয়ে ইস্টবেঙ্গলের মেয়েরা সবার নজর কেড়ে নিয়েছিলেন। ইস্টবেঙ্গল এই মরশুমে মেয়েদের ফুটবলে দ্বিমুকুট পেল। মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি ও ফুটবল সচিব অনির্বাণ দত্ত।
ক্রীড়ামন্ত্রী অনুরোধ করেছেন কলকাতা ফুটবল লিগে আইএফএ যে সিদ্ধান্ত নিয়েছে, ভূমিপুত্র হিসেবে পাঁচজন খেলোয়াড়কে পুরো সময় খেলাতে হবে। কিন্তু বাংলার ছেলেদের সংখ্যা আরও বাড়িয়ে দিতে।
