এবার অডিও ভিসুয়াল মাধ্যমে বিদেশিদের বাংলা ভাষা শিক্ষার পাঠ দেবে স্কটিশ চার্চ কলেজ….

Spread the love

বিশেষ প্রতিনিধিঃ কলকাতা, ২০ সেপ্টেম্বর, ২০২৫। বাংলা ভাষার ব্যবহার বাড়াতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উদ্যোগ নিচ্ছেন এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের ভাষার অধিকার রক্ষায় সচেষ্ট হচ্ছেন, ঠিক সেই সময়েই বিদেশিদের বাংলা ভাষা শেখানোর মহতী উদ্যোগ নিল কলকাতার প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজ।
ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায় অনলাইনে শুরু হল নতুন কোর্স “এসো বাংলা শিখি”। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। শুধু কয়েকটি শব্দ বা বাক্য শেখানো নয়, বরং ধাপে ধাপে বিদেশিদের বাংলা ভাষায় সাবলীল করে তোলাই এই প্রকল্পের উদ্দেশ্য। কোর্সটি সাজানো হয়েছে তিনটি স্তরে:
প্রাইমারি, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড।
কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল জানিয়েছেন, এই প্রস্তাব আসে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের পক্ষ থেকে। ইসকনের বহু বিদেশি ভক্ত বাংলায় শ্রীচৈতন্য চরিতামৃত, গীতা কিংবা ভাগবত পুরাণ পড়তে চান। তাঁদের জন্যই প্রথমে কোর্স চালুর পরিকল্পনা নেওয়া হয়। উল্লেখ্য, ইসকনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ (অভয়চরণ দে) ছিলেন স্কটিশ চার্চ কলেজের ছাত্র। সেই সূত্রে ইসকনের ভক্তরা কলেজকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখেন। তাই এই প্রস্তাব আসতেই কলেজ কর্তৃপক্ষ তা সাদরে গ্রহণ করে। তবে কোর্সটি শুধু ইসকনের ভক্তদের জন্য সীমাবদ্ধ থাকবে না, বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। প্রাথমিক স্তরে থাকছে ২৪টি এক ঘণ্টার ক্লাস। প্রতিটি ক্লাস শেষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য দেওয়া হবে এমসিকিউ ধরনের প্রশ্ন। ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রচারমূলক ভিডিও এবং বেশ কিছু অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরী মণ্ডল, উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, এই কোর্সের নোডাল শিক্ষক বিদিশা সিনহা, ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ড. সুমন্ত রুদ্র, ইউনাইটেড বোর্ড ফর ক্রিস্টান হায়ার এডুকেশান ইন এশিয়ার
দুই প্রতিনিধি ড. মেহের স্পারজিয়ন ও ড. সান্ড্রা জোসেফ।
ড. সুমন্ত রুদ্র বলেন, শুধু ইস্কনের ভক্ত ও অনুগামীরাই নয় বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি আগ্রহী যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

More From Author

First-Ever Diabetes Global Impact Prize 2025 From European Association for the Study of Diabetes (EASD) Conferred Upon Dr. V. Mohan at Vienna…

দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনে ভারতের শান্তির বার্তা পৌঁছে দিলেন কলকাতার শিল্পী স্বাতী ঘোষ….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *