একটি ঐতিহ্যকে পুনরুজ্জীবিত এবং বিশ্বমানের পরিবর্তন ঘটাতে শ্রীপত সিং কলেজ আইলিড-এর সাথে হাত মিলিয়েছে….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা/মুর্শিদাবাদ ১৭ জুন, ২০২৫। ৭৫ বছর পুরনো শ্রীপত সিং কলেজ, মুর্শিদাবাদের কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, এখন এক অভূতপূর্ব রূপান্তরের পথে। এই রূপান্তর পূর্ব ভারতের অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব, উদ্যোগ এবং উন্নয়ন সংস্থা ILEAD (আইলিড)-এর পরামর্শে বাস্তবায়িত হচ্ছে।
বর্তমান বিশ্বের চাহিদা মেটাতে এবং ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কলেজটি তার পুরনো পাঠক্রম বাতিল করে নতুন, শিল্প-প্রাসঙ্গিক ও কর্মমুখী কোর্স চালু করতে চলেছে। এই দূরদর্শী রূপান্তর সম্ভব হচ্ছে ডুগর ফ্যামিলি ফাউন্ডেশন-এর উদার সহায়তায়, যার নেতৃত্বে রয়েছেন সিয়াটেল নিবাসী প্রফেসর রাজীব ডুগর। তিনি জিয়াগঞ্জ বড়কুঠী ডুগর (দুগর) পরিবারের একজন সদস্য—যারা শ্রীপত সিং কলেজ, রানী ধন্না কুমারী কলেজ এবং বিশ্ব বিখ্যাত কাঠগোলা গার্ডেন-এর প্রতিষ্ঠাতা।
এই রূপান্তরের অংশ হিসেবে কলেজের পরিকাঠামোগত উন্নয়ন চলছে, যার মধ্যে রয়েছে ডুগর ফ্যামিলি ফাউন্ডেশন-এর অর্থায়ন ও তত্ত্বাবধানে নিচের প্রধান প্রকল্পগুলি:
•   বিদ্যমান অবকাঠামো সংস্কার।
•   ছাত্রাবাসে অতিরিক্ত সুযোগ-সুবিধা সংযোজন।
•   শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরির আধুনিকীকরণ।
•   ফুটবল মাঠ, বাথরুম ও কমন এরিয়ার উন্নয়ন।
আধুনিক কম্পিউটার ল্যাব, স্মার্ট ক্লাসরুম, নতুন করে সংস্কার করা ছাত্রাবাস ও ক্রীড়া সুবিধাসমূহের মাধ্যমে লক্ষ্য একটাই: এমন একটি আধুনিক, সক্রিয় ক্যাম্পাস গড়ে তোলা যা ১,০০০-র বেশি আবাসিক ও ৩,০০০-এরও বেশি ছাত্রছাত্রীকে বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের সুযোগ দেবে।
এই উদ্যোগ শ্রীপত সিং কলেজ কে পূর্ব ভারতের একটি উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে সহায়তা করবে, যেখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারত ও প্রতিবেশী দেশ থেকেও ছাত্র ছাত্রীরা আকৃষ্ট হবে।

About the Doogar Family Foundation:-
The Doogar Family Foundation is a not-for-profit initiative founded by Dr. Rajib Doogar to honor his parents, the late Pabitra Kumar Doogar and Smt. Kusum Kumari Doogar. It carries forward the legacy of the Buddh Singh Pratap Singh Dugar family, whose philanthropic contributions to education, culture, and public service continue to uplift communities across generations.

More From Author

কলকাতায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শাহেনশাহ ই হিন্দুস্থান….।

20 वीं “चित्रलतिका”एकल चित्रकला प्रदर्शनी का शुभारम्भ….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *