উদয়ন ব্যাঙ্কোয়েটসের জমকালো উদ্বোধন হলো….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮শে এপ্রিল, ২০২৫।  নান্দনিক আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গত শনিবার ২৬ এপ্রিল সন্ধ্যায় উদ্বোধন হলো উদয়ন ব্যাঙ্কোয়েটস এর।দক্ষিণ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডে সেন্ট লরেন্স স্কুলের কাছে এই নতুন ঠিকানা শহরের সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানগুলির জন্য এক আকর্ষণীয় সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

উদয়ন ব্যাঙ্কোয়েটসের কর্ণধার শিবাশিষ দত্ত এবং সুজাতা দত্ত জানান, এটি একটি মাঝারি আকারের ভোজের স্থান, যেখানে প্রায় ১৫০ জন অতিথি অনায়াসে সমবেত হতে পারবেন। শুধু ব্যক্তিগত বা সামাজিক অনুষ্ঠান নয়, কর্পোরেট মিটিং ও প্রশিক্ষণ কর্মশালার জন্যও এখানে বিশেষভাবে সাজানো সেমিনার রুমের ব্যবস্থা রয়েছে।

এখানে আরও একটি বিশেষ আকর্ষণ হল ছাদে অবস্থিত বাগান-থিমের খোলা স্থান, যেখানে অতিথিরা প্রাকৃতিক পরিবেশে বিনোদনের স্বাদ নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে শহরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশ উদয়ন ব্যাঙ্কোয়েটসের ভবিষ্যৎ সাফল্যের ইঙ্গিত দিল।

More From Author

Lupin Receives Approval from U.S. FDA for Tolvaptan Tablets Being the exclusive first-to-file, Lupin is eligible for 180-day generic exclusivity….

Abhishek Agarwal, producer of national award winning movie ‘The Kashmir Files’, on Pahalgam Incident…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *