সায়ন দেবনাথ : কলকাতা, ৩০ জুলাই, ২০২৫। শ্রমিকদের মানসিক বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য শ্রম দপ্তর ও শ্রমিক কল্যাণ পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজিত হলো দুদিনব্যাপী সারাবাংলা কুইজ প্রতিযোগিতা। উওর কলকাতার কলকাতার কাঁকুড়গাছির উৎসব মঞ্চে এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শ প্রতিযোগী অংশগ্রহণ করেন।
চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে শেষপর্যন্ত ফাইনালে হাওড়ার দানেশ সেখ লেন শ্রমিক মঙ্গল কেন্দ্রকে হারিয়ে শিরোপা জয় করে বনগাঁ দল। জয়ের আনন্দে উচ্ছ্বসিত বনগাঁর প্রতিযোগীরা জানান, শ্রমজীবী মানুষের মাঝে এধরনের প্রতিযোগিতা আত্মবিশ্বাস বাড়ায় এবং জ্ঞানের প্রসার ঘটায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্পেশাল লেবার কমিশনার সুমিতা মুখার্জী। তিনি বলেন, “শ্রমিকদের সার্বিক কল্যাণে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এই কুইজ প্রতিযোগিতা। শুধু কলকাতাই নয়, রাজ্যের উত্তরবঙ্গেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”
প্রতিযোগিতা চলাকালীন পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক। অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও পুরস্কার।
