শিখা দেব : ১০ এপ্রিল, ২০২৪। আই এস এল ফুটবলের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল ১-৪ গোলে হেরে গেলো পাঞ্জাব এফ সির কাছে। লজ্জার হার দিয়ে এবারের মতো অভিযান শেষ করলো লাল হলুদ শিবির। বুধবার এই ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলল ইস্টবেঙ্গল। খেলার প্রথম পর্বে লাল হলুদ ব্রিগেড ১-২ গোলে পিছিয়ে ছিল। কুয়াদ্রাতের দল দ্বিতীয় পর্বে কোনও আক্রমণের ঝড় তুলতে পারলো না। বরঞ্চ পাঞ্জাব দল আরও বেশি আক্রমণ গড়ে তুলে প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে একেবারে কোণঠাসা করে দিয়ে আরও দুটি গোল করে জয় নিশ্চিত করে নেয়। লাল হলুদ সমর্থকরা হতাশ হয়ে বলেন, এবারেও হলো না।
ইস্টবেঙ্গল পাঞ্জাব এফ সির কাছে হেরে গিয়ে অভিযান শেষ করলো….।
You May Also Like
More From Author
ম্যাচ ফিস্কিং নিয়ে সতর্ক করে দেওয়া হলো আই এফ এ থেকে…।


