শিখা দেব : কলকাতা, ৯ আগস্ট, ২০২৪। কলকাতা ফুটবল লিগের ইস্টবেঙ্গল আধিপত্য বিস্তার করে এগিয়ে চলেছে। শুক্রবার ঘরের মাঠে লাল হলুদ শিবির তিন শূন্য গোলে হারিয়ে দিল ইস্টার্ন রেলকে। খেলার শুরু থেকে আক্রমণ গড়ে তুলে রেলের দুর্গে হানা দিতে থাকেন লাল হলুদ খেলোয়াড়রা। রেলের ফুটবলারা কোনও প্রতিরোধ করতে পারে নি। কোচ বিনো জর্জের তরুন খেলোয়াড়দের খেলা সবার নজর কেড়ে নেয়। খেলার প্রথম পর্বে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে ছিল। তারপরে আরও একটি গোল করে ইস্টবেঙ্গল জয় নিশ্চিত করে নেয়।
ইস্টবেঙ্গল জয় তুলে নিলো ইস্টার্ন রেলেকে বেলাইন করে….।
You May Also Like
More From Author
AMFI-WB organizes West Bengal State Lenders’ Meet for Microfinance Industry….


