নিজস্ব প্রতিনিধিঃ আদ্যাপীঠ, ১২ জুন, ২০২৫। আদি শক্তি আদ্যাপীঠ মেগা সিরিয়াল সম্প্রচার শুরু হবে আগামী ১৬ই জুন সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট চ্যানেলে। পরিচালক সুশান্ত বসু ,গবেষণায় গীতা বিশ্বাস, চিত্রনাট্য সংলাপ রাকেশ ঘোষ। বৃহস্পিবার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ নাট মন্দিরে শুভ সূচনা করলেন সংঘের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই। আদ্যা মায়ের ভূমিকায় অভিনয়ে মধুশ্রী পাল, অন্নদাচরণ রৌনক ভট্টাচার্য ,মনিকুন্তলা দিগন্তিকা চৌধুরী ও অন্যান্য বিশিষ্ট শিল্পীবৃন্দ।
ছবি সুবল সাহা।