নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৩ আগস্ট ২০২৪। গীতিকার, সুরকার, সংগীত পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে “উপনিষদ মিউজিক ইনস্টিটিউট” এর আয়োজনে বিড়লা একাডেমি প্রেক্ষাগৃহে সংগীত সন্ধ্যার আয়োজন করেছিল। অনুষ্ঠানের সূচনা হয় উপনিষদ স্তোত্র পাঠের মধ্যে দিয়ে। ছোটরা পরিবেশন করে “আকাশ জুড়ে শুনিনু ঐ বাজে ,ঐ বাজে”। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে গান পরিবেশন করেন প্রিয়ংকা মজুমদার, রুবি ঘোষ, সুস্মিতা সাউ, ঋতশ্রী বাগদি, পূর্বালী দাসগুপ্ত, সোমদত্তা ঘোষ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এর লেখা কবিতার সঙ্গে রবীন্দ্র সংগীতের একটি কোলাজ পরিবেশিত হয়। “গানের গল্প -গল্পের গান” অভিজিৎ বন্দ্যোপাধ্যায় লেখা বই থেকে ভাষ্যপাঠ করেন দেবাশীষ বসু। সংগীত পরিবেশন করেন কৌস্তভ চক্রবর্তী, বিপ্লব কুন্ডু, সুপর্ণা বন্দ্যোপাধ্যায়,পাপড়ি গাঙ্গুলি, পূর্বালী দাশগুপ্ত, ঋতশ্রী বাগদি। এই মনোজ্ঞ অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতাদের মন জয় করেছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপনিষদের কর্ণধার পাপড়ি গাঙ্গুলী, সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বসু।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ৯৩ জন্মবার্ষিকী উদযাপন….।
You May Also Like
Posted in
Health
Posted by
Gopal Debnath
Posted in
Art
স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো প্রাক-শারদীয়া উৎসব….।
Posted by
Gopal Debnath
More From Author

কেরলের বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও সেবাকাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ….।
